• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

হাথুরুর কাছে আয়ারল্যান্ড ‘ডেঞ্জারাস’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৪:৪০ পিএম
হাথুরুর কাছে আয়ারল্যান্ড ‘ডেঞ্জারাস’

পাক্কা ১৩ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শেষ ২০০৮ সালে আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে  ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। দুই বছর পর ২০১০ সালে  আয়ারল্যান্ড সফরে গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল টাইগাররা। এবার আবার ঘরের মাঠ।

ইংল্যান্ডের বিপক্ষে মাত্রই ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে দারুণ ফুরফুরে বাংলাদেশ। আয়ারল্যান্ডের চেয়েও যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। তবে বাংলাদেশ দলের কোচ হাথুরুসিংহে আইরিশদের খাটো করে দেখতে নারাজ। তিনি তাদেরকে ডেঞ্জারাস বলেই অভিহিত করেছেন।

যদিও দেশের মাটিতে বাংলাদেশ বরাবরই প্রতিপক্ষের জন্য ভয়ংকর। ২০১৫ সালে থেকে ১৪টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ১২ সিরিজেই জয়ের শেষ হাসি হেসেছে টাইগাররা। তবে প্রতিপক্ষকে দুর্বল ভাবার ভুল করতে নারাজ দ্বিতীয় দফায় কোচ হওয়া হাথুরু।

আয়ারল্যান্ড কেমন প্রতিপক্ষ হবে এই প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, "ভেরি ডেঞ্জারাস। আমরা তাদেরকে খাটো করে দেখছি না। এভাবে ভাবলে সেটা হবে বড় ভুল। আমরা তাদেরকে ইংল্যান্ডের মতো সমীহ করব। ইংলিশদের বিপক্ষে যেভাবে প্রস্তুতি নিয়েছি, তাদের সঙ্গেও একইভাবে প্রস্তুত হবো। একই সাথে বলি, আমরা কোনো প্রতিপক্ষকেই ভয় পাই না। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব সবসময়।"

Link copied!