• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

নেদারল্যান্ডসের জন্য দুঃখিত আর্জেন্টিনা কোচ!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৭:১৭ পিএম
নেদারল্যান্ডসের জন্য দুঃখিত আর্জেন্টিনা কোচ!
ছবিঃ গেটি ইমেজস

চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে দুই ঐতিহ্যবাহী দলের একটি আসর থেকে ছিটকে যাবে ভেবেই দুঃখ লাগছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির।

তবে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়া দলটি যে নেদারল্যান্ডস হবে সে বিষয়ে আত্মবিশ্বাসী স্কালোনি।

স্কালোনি বলেন, “ঐতিহ্যবাহী দু’টি দলের মধ্যে অসাধারণ একটি ম্যাচ হবে। দুঃখ এই যে একটি দলকে হারতে হবে। তবে আশা করছি, আমরাই পরের রাউন্ডে যাব।”

তবে এরপরই নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালকে প্রশংসায় ভাসিয়েছেন স্কালোনি। এমনকি ফুটবলে গালের অনেক অবদান রয়েছে বলেও জানান তিনি। বিশ্বকাপের মতো মঞ্চে গালের মুখোমুখি হওয়াটা স্কালোনির কাছে গর্বের বিষয়।

“তার (লুইস ফন গাল) মুখোমুখি হওয়াটা গর্বের বিষয়। বিশেষ করে এটা যখন বিশ্বকাপে হয়, বিষয়টি আরও আনন্দের। আমরা জানি, ফুটবলে তার অবদান কতটা। কত কোচ যে তাকে অনুকরণ করতে চেয়েছে!” যোগ করেন স্কালোনি।

শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে ডাচদের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। ওই ম্যাচে টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছিল লিওনেল মেসিরা।  

Link copied!