• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার চোখ কোয়ার্টারে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৫:৩৩ পিএম
ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ কোরিয়ার চোখ কোয়ার্টারে

কাতার বিশ্বকাপে নকআউট পর্বে মুখোমুখি হবে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হবে রাত ১টায়।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে সোমবারের বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিল মাঠে নামবে তাদের গ্রেট পেলে যখন সংকটাপন্ন অবস্থায় আছেন। ক্যামেরুনের বিপক্ষে শুক্রবারের শেষ গ্রুপ ম্যাচের আগে তিতে সংবাদ সম্মেলনে পেলের দ্রুত আরোগ্য কামনা করেন। ব্রাজিল সমর্থকরা ক্যামেরুনের বিপক্ষে ম্যাচের আগে পেলের জন্য “শীঘ্রই সুস্থ হয়ে উঠুন” বার্তাসহ ব্যানার মাঠে নিয়ে এসেছিল। সেই ম্যাচে সেলেকাওরা ১-০ গোলের ব্যবধানে হেরেছিল। ১৯৯৮ সালের পর গ্রুপ পর্যায়ে তাদের প্রথম হার ছিল এটি।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচে দলের বাইরে থাকা নেইমার এই ম্যাচে ফিরতে পারেন। এদিকে, গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরির কারণে তার বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

তবে সার্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে জয়ের পর তারা মাত্র এক গোল করতে পেরেছে। ব্রাজিল নকআউটে জয় পেলে তারা জাপান বা ক্রোয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে। শেষ চারের লড়াইয়ে দুর্দান্ত প্রতিপক্ষ আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে তাদের।

এই বিশ্বকাপে ব্রাজিল, বেলজিয়াম, আর্জেন্টিনা এবং ফ্রান্স - বিশ্বের চারটি শীর্ষস্থানীয় দল কম শক্তিশালী দলের বিপক্ষে হেরেছে। তাই দক্ষিণ কোরিয়া আত্মবিশ্বাসী ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে উঠতে সক্ষম হবে।

Link copied!