• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
কাতার বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৭:৩৮ পিএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল আর্জেন্টিনা
ছবিঃ গেটি ইমেজস

চলতি বিশ্বকাপে ফেভারিট তকমা আসলে মাঠের খেলায় কোনো কাজে আসছে না। নির্দিষ্ট দিনে যোজন যোজন এগিয়ে থাকা দলকেও হারিয়ে দিচ্ছে তুলনামূলক শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলো।

নানা চড়াই উৎরাই পার করে শেষ ষোলোতে উঠেছে আর্জেন্টিনা। যেখানে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সকারুজদের বিপক্ষে পরিসংখ্যানে বেশ বড় ব্যবধান এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

সাত বারের দেখায় পাঁচ জয় আর্জেন্টিনার। বাকি দুই ম্যাচে একটিতে ড্র আর অন্যটিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মজার বিষয় হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখাতেই হেরেছিল আলবেসেলিস্তারা।

১৯৮৮ সালে সিডনিতে অস্ট্রেলিয়া বাইসেন্টেনারি গোল্ড কাপে প্রথমবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রথম দেখাতেই ঘরে মাঠে আর্জেন্টিনাকে ৪-১ গোলের ব্যবধানে পরাজয়ের স্বাদ দিয়েছিল সকারুজরা।

সর্বশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১১ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তারা। এই ম্যাচের আগে অবশ্য আর্জেন্টিনাক হারানোর হুঙ্কার দিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। এখন দেখা যাক মাঠের লড়াইয়ে জয় পায় কোন দল।

Link copied!