• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ১০:৩০ পিএম
আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া!
ছবিঃ গেটি ইমেজস

আর্জেন্টিনার মতো অস্ট্রেলিয়ারও চলতি বিশ্বকাপ শুরু হয়েছে হার দিয়ে। তবে দুই দলই  শেষ পর্যন্ত নকআউট পর্ব নিশ্চিত করেছে। শেষ ষোলোতে আর্জেন্টিনাকে প্রতিপক্ষ পাওয়াতে মোটেও চিন্তিত নয় সকারুজরা। বরং অস্ট্রেলিয়া কোচ বলেছেন, তারা অবশ্যই আর্জেন্টিনাকে হারাবেন।

চলতি বিশ্বকাপে হট ফেভারিটদের দলদের একটি আর্জেন্টিনা। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজদের নিয়ে তারকাসমৃদ্ধ দলটি শক্তিমত্তায় অস্ট্রেলিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে। তবে এত কিছু ভাবার সময় নেই অস্ট্রেলিয়ার।

সর্বশেষ অলিম্পিকে দেখা হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয়ের সুখস্মৃতি হয়েছে সকারুজদের। তাই এবার যেন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, “আমরা অবশ্যই জিতব! টোকিও অলিম্পিকে গত বছর আমরা আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছি। এটা হলুদ ও হালকা নীল-সাদা জার্সির লড়াই, এগারো জনের বিপক্ষে এগারো জনের লড়াই।”

শুধু তাই নয় আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের বিপক্ষেও খেলতে চায় অস্ট্রেলিয়া। বড় দলের বিপক্ষে খেলে বিশ্বকে নিজেদের সম্পর্কে জানাতে চান অস্ট্রেলিয়ান কোচ।

“ব্রাজিল (প্রতিপক্ষে হিসেবে পেতে চায় অস্ট্রেলিয়া)। আমরা সেরাদের বিপক্ষে খেলতে চাই। সেরাদের বিপক্ষে খেলে আমরা নিজেদের পরীক্ষা করতে চাই এবং বাকি বিশ্বকে দেখাতে চাই আমাদের সংস্কৃতি কী” যোগ করেন আর্নল্ড।

শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।

Link copied!