• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

লেভানডোভস্কির উচ্চতা নিয়ে চিন্তায় আর্জেন্টিনা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৮:০৪ পিএম
লেভানডোভস্কির উচ্চতা নিয়ে চিন্তায় আর্জেন্টিনা!
ছবিঃ গেটি ইমেজস

সৌদি আরবের বিপক্ষে এক হার একদম খাঁদের কিনারায় পাঠিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে। মেক্সিকোকে হারালেও তাই বিপদ পুরোপুরি কাটেনি লিওনেল মেসির দলের। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার সামনে।

পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলটির অধিনায়ক রবার্ট লেভানডোভস্কির উচ্চতা ভাবাচ্ছে আর্জেন্টাইন টিম ম্যানেজমেন্টকে। এই পোলিশ স্ট্রাইকারের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। শুধু লেভানডোভস্কি নয়, দলীয় গড় উচ্চতাতেও আর্জেন্টিনা ঢের পিছিয়ে।

যেখানে পোল্যান্ডের খেলোয়াড়দের গড় উচ্চতা ছয় ফুটের বেশি সেখানে আর্জেন্টিনা দলের গড় উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চি! ফলে শুধু রক্ষণ নয় আক্রমণেও উচ্চতার কারণে ভুগতে হতে পারে আর্জেন্টিনাকে।

ফলে বাতাসে ভেসে আসা বলে তাকে থামাতে সমান বাঁ কাছাকাছি উচ্চতার ফুটবলার প্রয়োজন আর্জেন্টিনার। সেক্ষেত্রে এই ম্যাচে কপাল পুড়তে পারে নেহুয়াল মলিনার।

২০১৮ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট খুইয়েছিল আর্জেন্টিনা। তখন প্রতিপক্ষের বেশি উচ্চতা কারণ হিসেবে আলোচিত হয়েছিল। ফলে এবার সেই ভুল করতে চায় না দেশটি। এজন্য আগের ম্যাচে জিতলেও এই ম্যাচে আর্জেন্টিনা একাদশে আসতে পারে পরিবর্তন। 

লেভানডোস্কির উচ্চতার কথা চিন্তা করে পোল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে ফিরতে পারেন ক্রিস্টিয়ান রোমেরো। এছাড়া একই কারণে ৬ ফুট ২ ইঞ্চির হুয়ান ফয়েথকেও এই ম্যাচে একাদশে দেখা যাতে পারে।

Link copied!