• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের দায়িত্বে পুলিশ অফিসার!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০৬:৩৮ পিএম
আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের দায়িত্বে পুলিশ অফিসার!

কয়েক ঘণ্টা পর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা ও পোল্যান্ড। জয় ছাড়া অন্য যে কোনো ফল আজকেই  বিশ্বকাপ থেকে বিদায় দিয়ে দিতে পারে লিওনেল মেসির দলকে।

আর্জেন্টিনা-পোল্যান্ডের এই ম্যাচ পরিচালনা করবেন ড্যানি ড্যাসমন্ড মেকলিয়ে। রেফারিংকে পেশা হিসেবে নেওয়ার আগে নেদারল্যান্ডসে পুলিশের ইন্সপেক্টর ছিলেন তিনি। নেহাতই শখের বশে রেফারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি।

২০১১ সালে ফিফার তালিকাভুক্ত হওয়া ড্যানি ২০১৮ বিশ্বকাপের ফ্রান্স-ক্রোয়েশিয়ার ফাইনালে সহকারী ভিডিও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০১৯-২০ মৌসুমে ইউরোপা লিগের ফাইনালে মূল রেফারি ছিলেন তিনি।

ড্যানি ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারিদের প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন। তবে রেফারিংকে পেশা হিসেবে নেওয়ার আগে পুরোদস্তুর ডাচ পুলিশের চাকরি করেন তিনি।

আজকের ম্যাচে ড্যানির সহকারী হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। এছাড়া  হন্ডুরাসের সাইড মার্টিনেজ থাকবেন চতুর্থ রেফারি হিসেবে।

Link copied!