• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

মেসি-লেভানদোভস্কির তুলনা এড়িয়ে গেলেন স্কালোনি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১২:৪৪ পিএম
মেসি-লেভানদোভস্কির তুলনা এড়িয়ে গেলেন স্কালোনি

কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার সামনে বিশ্বকাপে টিকে থাকার বাঁচা-মরার লড়াই। পোল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে লিওনেল মেসিদের জিততেই হবে। ম্যাচ ড্র করলে সমীকরণ জটিল হয়ে যাবে তাদের। অন্য ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। 

তাই মেসিরা চাইবে জয় নিয়েই পরের রাউন্ড নিশ্চিত করতে। আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্কালোনি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানালেন, জয় নিয়েই কেবল ভাবছেন তিনি।

আর্জেন্টাইন তারকা মেসি সন্দেহাতীতভাবে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। বার্সেলোনার তারকা রবার্ট লেভানদোভস্কিও পোল্যান্ডের ভরসার জায়গা। স্প্যানিশ ক্লাবটিতে তিনি আছেন দুর্দান্ত ফর্মে। এদিকে, মেসি ক্লাব তো বটেই, জাতীয় দলেও রাখছেন তার অবদান। মেক্সিকোর বিপক্ষে দলের দুই গোলের এক গোল নিজে করেছেন। আরেকটি গোল সতীর্থ এনজো ফার্নান্দেজকে দিয়ে করিয়েছেন।

স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের আগে দুই দলের দুই তারকাকে নিয়ে কথা উঠবে। তবে সংবাদ সম্মেলনে উঠল দুই তারকার তুলনা। সাবেক ওয়েস্টহ্যাম খেলোয়াড় তুলনা এড়িয়ে জানালেন, লেভানদোভস্কির বিপক্ষে খেলতে পারাটা খুবই সৌভাগ্যের এবং আনন্দের।

তুলনার প্রসঙ্গে স্কালোনি বলেন, “প্রশ্নটা একটু জটিল। তিনি কি একই লেভেলে আছেন? কেন এক খেলোয়াড়ের সাথে অন্য খেলোয়াড়ের তুলনা? এটা ঠিক না।”

তিনি পোল্যান্ডকে তাদের কম পরিবর্তনের জন্যও প্রশংসা করেন।

স্কালোনি বলেন, “বেশিরভাগ দলই তাদের খেলার ধরণ পরিবর্তন করে। কিন্তু পোল্যান্ড তাদের খেলোয়াড়দের প্রতি আস্থা রাখে। গত কয়েকটি ম্যাচে তারা মাত্র অল্প কয়েকটি পরিবর্তন করেছে।”

আর্জেন্টিনা যদি টুর্নামেন্ট থেকে বাদ পড়ে তবে ব্রাজিল যাতে চ্যাম্পিয়ন হয়, এমনটাই চান স্কালোনি।

তিনি বলেন, "আমি প্রথমে দক্ষিণ আমেরিকার ফুটবলের ভক্ত। আমার অনেক বন্ধু আছে ব্রাজিলে। আর্জেন্টিনা যদি বিশ্বকাপের কোনো পর্যায়ে বাদ পড়ে তাহলে আমি চাইব দক্ষিণ আমেরিকার কোনো দল যেন চ্যাম্পিয়ন হয়। দক্ষিণ আমেরিকান হিসেবে আমি তাদের (ব্রাজিল) খেলা দেখে খুব খুশি। তারা ইতোমধ্যে দুই ম্যাচ জিতেছে। তাদের জন্য শুভকামনা।”

Link copied!