• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

‍‍`আর্জেন্টিনা আরও শক্তিশালী দল‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ১০:১২ এএম
‍‍`আর্জেন্টিনা আরও শক্তিশালী দল‍‍`

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের মূলমঞ্চে খেলতে এসেছিল আর্জেন্টিনা। কিন্তু প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে এক হারে পুরো এলোমেলো হয়ে গেছে আর্জেন্টিনা দল। আসরে টিকে থাকতে এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য অগ্নিপরীক্ষা। এক ম্যাচে পা হড়কালেই ধরতে হবে নিজ দেশের বিমান।

সৌদি আরবের পর লাতিন আমেরিকার দেশটির প্রথম লক্ষ্য ছিল মেক্সিকোকে হারানো। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আসরে নিজেদের টিকিয়ে রেখেছে লিওনেল মেসিরা। তবে তাতে বিপদ পুরোপুরি কাটেনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।

সুতরাং বলা যায়, আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকেই নক আউটের স্বাদ পাচ্ছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় পোলিশদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অবশ্য, বাঁচা-মরার লড়াই হলেও নির্ভার খেলবে আর্জেন্টিনা। দলের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ তো জানিয়েই দিলেন, চাপের মুখেই বরং ভালো খেলে আর্জেন্টিনা।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মার্টিনেজ বলেন, “হেরে গেলেই বরং শেখা যায়, ভুলগুলো চোখে পড়ে। আমরা প্রথম ম্যাচ থেকে বুঝেছি, শিখেছি, আমাদের ভুলগুলো চোখে পড়েছে। ভুল সংশোধন করে এখন আমরা আরও শক্তিশালী।”

Link copied!