• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২২, ১০:৫৮ এএম
উইম্বলডনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ

এ বছরের শুরুতে ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলে ফিরতে হয়েছিল নোভাক জোকোভিচকে। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালের কাছে হেরে বাদ পড়েন তিনি। উইম্বলডনের সবুজ কোর্টে যাত্রা পয়মন্ত করতে চান এই সার্বিয়ান।

বুধবার (২৯ জুন) সেন্টার কোর্টে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিসকে সরাসরি সেটে পরাজিত করেছেন জোকোভিচ। ম্যাচটি সার্বিয়ান আধিপত্য বিস্তার করে জিতে নেন ৬-১, ৬-৪, ৬-২ সেটে। মাত্র ২ ঘণ্টায় ৩৫ বছর বয়সী তারকা ম্যাচ নিজের দখলে নিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন।

ম্যাচের পর উচ্ছ্বসিত জোকোভিচ বলেন, “আমি আমার আজকের পারফরম্যান্সে খুব খুশি। আমি খুব ভালোভাবে শুরু করেছি। দৃঢ় ছিলাম এবং প্রতিটি পয়েন্ট আদায়ের চেষ্টা করেছি। ম্যাচে অনেক বৈচিত্র্য ছিল।”

জোকোভিচ আরও বলেন, “বাতাসের কারণে ম্যাচটা সহজ ছিল না। কোর্ট সুবিধা দেয়নি। বেশ কঠিন ছিল সার্ভ করা। কিন্তু আমি মনে করি, আমার দিক থেকে সামগ্রিকভাবে সত্যিই এটা বেশ ভালো মানের পারফরম্যান্স ছিল এবং আমি খুব খুশি।”

Link copied!