• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
টোকিও অলিম্পিক

হিটেই বাদ পড়লেন জহির রায়হান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৯:৩৭ এএম
হিটেই বাদ পড়লেন জহির রায়হান

টোকিও অলিম্পিকে আর্চারি, শুটিং, সাঁতার ও অ্যাথলেটিকস ডিসিপ্লিনে অংশ নিয়েছিল বাংলাদেশ। এর মধ্যে প্রথম তিন ডিসিপ্লিন থেকে আগেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। রোববার সকালে ৪০০ মিটার স্প্রিংট রিংয়ে নেমেছিলেন জহির রায়হান।

দীর্ঘ ২৯ বছর পর অলিম্পিকের ৪০০ মিটারের রিংয়ে নেমেছিলেন কোনো বাংলাদেশি। তার এই ইভেন্ট ঘিরে আগ্রহটা ছিল বেশি। কিন্তু হিটে ৮ জনের মধ্যে অষ্টম হয়ে হয়ে বাদ পড়েছেন জহির রায়হান। আর এতে বাংলাদেশের টোকিও অধ্যায়ের সমাপ্তি ঘটল।

এদিন লক্ষ্য ছিল নিজের সেরা টাইমিং 8৭.৩৪ সেকেন্ডকে ছাড়িয়ে যাবেন জহির রায়হান। সে লক্ষ্যও আর পূরণ হয়নি। ছিল তার সেরা টাইমিং। এদিন তিনি প্রতিযোগিতা শেষ করেছেন ৪৮.২৯ সেকেন্ডে।

অলিম্পিকের তিন নম্বর হিটের শীর্ষ অ্যাথলেট ছিলেন যুক্তরাষ্ট্রের মাইকেল চেরি। তিনি নিয়েছেন মাত্র ৪৪.৮২ সেকেন্ড সময়। বার্বাডোসের জোনাথন জোনস আর জ্যামাইকার ক্রিস্টোফার টেলর পরের পর্বে চলে উতরে গেছেন যথাক্রমে ৪৫.০৪ ও ৪৫.২০ সেকেন্ড সময় নিয়ে।

Link copied!