• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
আন্তর্জাতিক বডিবিল্ডিং

অভিষেকেই পদক জিতলেন মাকসুদা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৭:৫০ পিএম
অভিষেকেই পদক জিতলেন মাকসুদা
ছবিঃ সংগৃহীত

দেশের প্রথম নারী বডিবিল্ডার হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মাকসুদা আক্তার মৌ। শুধু অংশগ্রহণ করেই ক্ষান্ত হননি মৌ। বাংলাদেশের হয়ে অভিষেকেই পদক জিতেছেন তিনি। ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে তৃতীয় রানার্সআপ হয়েছেন তিনি। 

বিভিন্ন দেশের ৩০ জন নারী বডিবিল্ডার অংশ নিয়েছে মুম্বাইয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায়। পরে সেখানে প্রাথমিক বাছাইপর্ব থেকে সেরা আটে উঠে আসেন বাংলাদেশের মাকসুদা। এরপর ফাইনালে বিচারকদের রায়ে তৃতীয় রানার্সআপ হয়েছেন চট্টগ্রামের এই নারী।

নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ

প্রথমবারের মতো পদক জিতে বেশ রোমাঞ্চিত মাকসুদা। মুম্বাই থেকে মুঠোফোনে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে মাকসুদা বলেন, ‘যারা আমাকে এত দূর আসতে সহযোগিতা করেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, তাদের এসব অনুপ্রেরণামূলক কথা আমাকে এখানে এনেছে।’

মাকসুদা আরও বলেন, ‘যখন ২০১৯ সালে আমি বডিবিল্ডিং শুরু করি, তখন সবাই জানতেন আমার প্রস্তুতি কেমন ছিল। এরপর আরও বেশি প্রস্তুতি নিয়ে দুইটি জাতীয় প্রতিযোগিতা ও বাংলাদেশ গেমসে অংশ নিই। এরপর এলাম অলিম্পিয়া অ্যামেচার প্রতিযোগিতায়। এখানে এসে পদক জিততে পেরে খুব ভালো লাগছে।’

Link copied!