• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

গাড়ি দুর্ঘটনায় বিশ্বজয়ী স্প্রিন্টারের মৃত্যু 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৬:৫২ পিএম
গাড়ি দুর্ঘটনায় বিশ্বজয়ী স্প্রিন্টারের মৃত্যু 

কাতারের স্প্রিন্টার আব্দুলাল্লাহ হারুন মাত্র ২৪ বছর বয়সে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সুদানে জন্মগ্রহণকারী এই তারকা ২০১৫ সালে প্রথম কাতারের হয়ে প্রতিযোগিতায় অংশ নেন এবং বেশ কিছু অর্জন রয়েছে তার ঝুলিতে। 

হারুন ২০১৬ সালের ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে রৌপ্য জয় করেছিলেন। ২০১৭ সালে লন্ডনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতে আলোচনায় এসেছিলেন এই দৌড়বিদ। ২০১৮ সালে এশিয়ান গেমসে জোড়া স্বর্ণের দেখাও পেয়েছেন তিনি। ৪০০ মিটার রিলে এবং ব্যক্তিগত ইভেন্ট দুটিতেই স্বর্ণ লাভ করেন হারুন। 

কাতার অ্যাথলেটিকস ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ ইসা আল ফাদালা হারুনের অপমৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “কাতার স্পোর্টস এবং অ্যাথলেটিকস বৈশ্বিকভাবে একজন তারকা হারিয়েছে।” 

ইনজুরির কারণে ২০১৯ সালে দোহা চ্যাম্পিয়নশিপে অংশ নিতে না পারলেও এবার টোকিও অলিম্পিকের জন্য তার পরিকল্পনা ছিলো বলে জানা গেছে।

Link copied!