• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫

‘সেরা ফর্মে ফেরার অনেক সময় আছে থম্পসনের’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৪:১১ পিএম
‘সেরা ফর্মে ফেরার অনেক সময় আছে থম্পসনের’

সাবেক অলিম্পিক হেপাথলন চ্যাম্পিয়ন ডেনিস লুইস বলেছেন ক্যাটরিনা জনসন-থম্পসনের কাছে অলিম্পিকে সেরা ফর্মে ফিরতে এখনো যথেষ্ট সময় আছে। ২৮ বছর বয়সী জনসন থম্পসন ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্সের লং জাম্পে খুব একটা ভালো অবস্থানে ছিলেন না। 

লুইস বিবিসিকে জানিয়েছে, তিনি খুবই শক্তিশালী কিন্তু তার কাছে খেলার প্রাণশক্তি কম ছিল। তিনি যে সময় পেয়েছেন তাতে তিনি অর্জন করতে পারবেন। অলিম্পিক শুরু হবে আগামী ২৩ জুলাই কিন্তু তার প্রতিযোগিতা শুরু হবে ৪ আগস্ট।  

জনসন- থম্পসনের লং জাম্পে গেটসহেডে সেরা অর্জন ৬.১০ মিটার। কিন্তু তার ক্যারিয়ার সেরা লং জাম্প হচ্ছে ৬.৯২মিটার। যদিও ২০১৯ সালে ৬.৪৩ মিটারেই তিনি বিশ্ব শিরোপা জিতেছিলেন।  

ফ্রান্সে হাই-জাম্পে তার রেকর্ড ছিল ১.৮৪ মিটার। ২০২০ সালে তার হাটুতে সমস্যা থাকার পরেও তিনি স্বর্ণ জিতেছিলেন। তার বিশ্বাস টোকিও অলিম্পিকেও তিনি ভালো করবেন। 

Link copied!