• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

চাপ নিয়ে খেলতে পছন্দ করেন মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৩, ০১:৪৫ পিএম
চাপ নিয়ে খেলতে পছন্দ করেন মুশফিক
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলটির হয়ে সর্বোচ্চ রানও তার। দলের ব্যাটিং বিপর্যয়ে বারবারই ত্রাণকর্তা হিসেবে আবির্ভাব হন এই উইকেট রক্ষক ব্যাটার। চলমান বিশ্বকাপে ব্যাট হাতে চাপের মধ্যেও ভালো খেলে চান মুশি। এবারের বিশ্বকাপে সেঞ্চুরির দেখা না পেলেও পেয়েছেন দুটি অর্ধশতকের দেখা। দেশের হয়ে দায়িত্ব নিয়ে খেলতে সবসময় পছন্দ করেন মুশফিকুর রহিম। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুশফিক এমনটা বলেন।

আসরে মুশফিকের ব্যাট হাসলেও হাসি নেই বাংলাদেশের ক্রিকেটারদের মুখে। কারণ হারের বৃত্তে যে ঘুরপাক খাচ্ছে দল। তবে, ’মিস্টার ডিপেন্ডেবল’ উপাধি পাওয়া মুশফিক মনে করেন দল ক্যামব্যাক করতে পারবে। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে মুশফিক বলেন, “আমি খুবই আশাবাদী। দুইটা অর্ধশতক করেছি। যদি শেষ পর্যন্ত খেলতে পারি এবং আরেকটু বেশি রান করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দল আবার জয়ের ধারায় ফিরতে পারবে।”

মুশফিকের প্রতি দেশের সমর্থকদের প্রত্যাশাটা বেশি থাকে। তবে এই প্রত্যাশার চাপে মোটেই বিচলিত হন না মিস্টার ডিপেন্ডেবল। এ প্রসঙ্গে মুশফিক বলেন, “কোনো চ্যালেঞ্জ আসলে আমি বলতে পারি এই চ্যালেঞ্জ আমি মোকাবেলা করব। আমি সত্যিই এই দায়িত্ব ও ভার নিতে পছন্দ করি যে তারা যেন ভাবে এখন মুশফিক ক্রিজে আছে, সে বড় অবদান রাখবে।”

বাংলাদেশের হয়ে দেড়যুগ ধরে প্রতিনিধিত্ব করে যাওয়া মুশি জানান, লড়াকু ক্রিকেটার হিসেবে মানুষ তাকে মনে রাখুক। মুশি বলেন, “জানি না এ পর্যন্ত আমি কতটুকু অর্জন করতে পেরেছি। যতটুকুই আমি দেশের জন্য কিংবা আমার জন্য অর্জন করতে পেরেছি, আমি চাই সেটুকু ভক্তরা মনে রাখুক।”

এবারের বিশ্বকাপে ৪ ম্যাচের চারটিতেই ব্যাট হাতে নেমেছেন মুশফিকুর রহিম। ২টি হাফসেঞ্চুরি সহ রান করেছেন ১৫৭। এভারেজ ৫২ দশমিক ৩৩ আর স্ট্রাইকরেট ৮৩ দশমিক ৫১। বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর ৬৬ রান। ৪ মেরেছে ১১টা ও ৬ মেরেছে ৩টা। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!