• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৫:৪৭ পিএম
অনুশীলনে চোট পেয়েছেন মুশফিক
মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত

একবুক স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশ দল। তাদের স্বপ্নটা ছিল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে দারুণ শুরুও করে টাইগাররা। কিন্তু এরপরই ছন্দহীন বাংলাদেশের ক্রিকেট। হারতে থাকে একের পর এক ম্যাচ। হারের বৃত্ত ভাঙতে ব্যর্থ টাইগাররা। শেষ ছয় ম্যাচে হেরে রয়েছে পয়েন্ট টেবিলের নয় নম্বরে। হারের বৃত্ত ভাঙার জন্য আগামীকাল (সোমবার) অষ্টম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগের দিন অনুশীলন করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আর তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট রয়েছে এখন দুশ্চিন্তায়।

মুশফিকুর রহিম।

দিল্লির ভয়াবহ বায়ুদূষণে বিপাকে পড়েছে ক্রিকেটাররাও। একদিন আগেই অনুশীলন বাতিল করতে হয়েছিল। বাংলাদেশের দেখাদেখি অনুশীলন করেনি লঙ্কানরাও। অবশেষে ম্যাচের আগে আজ দুপুরের দিকে দিল্লিতে নেটে নামেন নাজমুল শান্ত ও সাকিব আল হাসানরা। অনুশীলন করছিলেন মুশফিকও।

তবে একটি বল সোজা এসে আঘাত হানে মুশফিকের আঙুলে। এরপর ব্যথায় কাতরাতে থাকেন অভিজ্ঞ এই ব্যাটার। সঙ্গে সঙ্গে বিসিবি চিকিৎসক মঞ্জুর চৌধুরী উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

খানিক বাদে অবশ্য ব্যাটিং শুরু করেন টাইগার এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে কয়েক মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। মুশফিকের চোটের অবস্থা কেমন সেটা অবশ্য এখনও জানা যায়নি। খারাপ কিছু হলে সেটা বাংলাদেশ দলের জন্যই অস্বস্তি বয়ে আনবে।

Link copied!