ব্যাট হাতে শ্রীলঙ্কান বোলারদের উপর স্ট্রিম রোলার চালিয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। প্রোটিয়া তিন ব্যাটারের ত্রিপল সেঞ্চুরিতে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান দাঁড় করায় টেম্বা বাভুমার দল। নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৫ উইকেটে ৪২৮ রান জড়ো করে তারা। এটাই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান। শুধু তাই নয় এক দলের তিন ব্যাটারের সেঞ্চুরির এটাই প্রথম বিশ্বকাপে।
বিশ্বকাপের দিনের দ্বিতীয় ম্যাচে ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। এদিন ব্যাটিংয়ে নেমে সুবিধা করেতে পারেননি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। ইনিংসের দ্বিতীয় ওভারে দিলশান মাদুশঙ্কার বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান। অধিনায়কের ব্যাট থেকে আসে ৫ বলে ২ চারে ৮ রান।
বাভুমার বিদায়ের পর দ্বিতীয় উইকেটে রাসি ডুসেনের সঙ্গে জুটি গড়েন কুইন্টন ডি কক। এই জুটির সামনে লঙ্কান বোলাররা অসহায় হয়ে পড়েন। ডি কক-ডুসেন ১৭৪ বলে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটি ভাঙে ডি ককের বিদায়ে। প্রোটিয়া ওপেনার মাথিশা পাথিরানার বলে বিদায় নেওয়ার আগে তুলে নেন ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি। ডি ককের ৮৪ বলে ১০০ রানের ইনিংসটি সাজানো ছিল ১২ চার ও ৩ ছক্কায়।
এই ওপেনার ফেরার পর অন্যপ্রান্তে পঞ্চম সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন ডুসেন। তিনি অবশ্য সেঞ্চুরি করার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ১১০ বলে ১০৮ রান করে ফেরেন ডুসেন।
অপরপ্রান্তে থাকা এইডেন মার্করাম ব্যাটিংয়ে চালায় তান্ডব। মার্করাম বিশ্বকাপের ইতিহাসে ৫০ বলে দ্রুততম সেঞ্চুরি তুলে নেন। তিন অঙ্কের ঘরে পৌঁছানের পর মার্করাম থেমেছেন ১০৬ রানে। ১৯৬ স্ট্রাইকরেটে ৫৪ বলে ইনিংসটি সাজান ১৪ চার ও ৩ ছক্কায়। শেষদিকে ডেভিড মিলারের ২১ অপরাজিত ৩৯ রান ও মার্কো জ্যানসনের অপরাজিত ১২ রানের কল্যানে লঙ্কানদের ৪২৯ রানের পাহাড়সূমহ রানের টার্গেট দেন। লঙ্কানদের হয়ে বল হাতে ৮৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মাদুশাঙ্কা।