এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের কোন বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। বাঁচা-মরার সেই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে টাইগাররা। আফগানদের ৮৯ রানে হারায় বাংলাদেশ। এমন জয়ের পরে, বাংলাদেশের সাকিব আল হাসানের প্রশংসা করে ভারতের ক্রিকেটার দিনেশ কার্তিক জানান, অধিনায়ক হিসেবে সাকিব খুবই চতুর।
আফগানিস্তানের বিপক্ষে আলাদা করে নজর কেড়েছে সাকিবের অধিনায়কত্ব। নিষ্প্রাণ উইকেটে বোলারদের বারবার পরিবর্তন করিয়ে যেভাবে দলকে পরিচালনা করেছেন তা প্রশংসা কুঁড়িয়েছে সকলের। সাকিবের এমন অধিনায়কত্বে মুগ্ধ ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিকও।
সাকিবের অধিনায়কত্ব নিয়ে ভারতীয় এই ক্রিকেটার বলেন, “অধিনায়ক এবং বোলার হিসেবে সাকিব খুবই চালাক। সে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেছে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সে পেসারদের ছোট ছোট স্পেল করায় এবং পুনরায় স্পিনারদের ব্যবহার করেন। তার অধিনায়কত্ব নিশ্চিতভাবেই ইতিবাচক আবহ নিয়ে আসে। “
এদিকে, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে বাংলাদেশে এসেছিলেন দিনেশ কার্তিক। তখনই নাজমুল হোসেন শান্ত ছিলেন তার সতীর্থ। সেই স্মৃতিই মনে করলেন সাবেক এই ভারতীয় তারকা। শান্তকে নিয়ে কার্তিক বলেন, “শান্তকে আমি অনেক আগে থেকে চিনি। আমি বাংলাদেশে ক্লাব ক্রিকেট খেলতে গিয়েছিলাম। আমরা একই দলের হয়ে খেলেছি। সে অনূর্ধ্ব-১৯ দলে খুবই ভালো ক্রিকেট খেলেছে। সে জানত তার প্রতিভা আছে। বর্তমানে সেই প্রতিভাকে সে পারফরম্যান্সে রুপান্তরিত করেছে। যদিও মাঝে সে অনেকটা সময় পারফর্ম করতে পারেনি।”
শান্তকে লম্বা রেসের ঘোড়া বলেও মন্তব্য করেছেন তিনি। ভারতীয় এই উইকেট রক্ষক ব্যাটসম্যান বলেন,” ২০২৩ সালে সে খুবই ভালো ক্রিকেট খেলেছে। তার সবসময় স্কিল ও টেকনিক ছিল। আমি নিশ্চিত করে বলতে পারি সে বাংলাদেশ ক্রিকেটের জন্য লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। তার পরিসংখ্যানও বলছে যে সে আসলে কি করতে পারে।”
আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার আগে প্রথম ম্যাচেও ১২২ বলে ৮৯ রানের দারুণ ইনিংস খেলেছেন। দলের প্রয়োজনে তিন নাম্বার থেকে চারে নেমে গিয়েছেন দ্বিতীয় ম্যাচে এসে। তবে, কার্তিক জানালেন তিন নম্বরেই শান্তকে দেখতে চান তিনি, “শেষ ম্যাচেও কঠিন কন্ডিশনে সে খুবই ব্যাটিং করেছে। সে দলের জন্য তিন নম্বর পজিশনে খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। উপমহাদেশের কন্ডিশনে সে এমন ব্যাটসম্যান না যে আগ্রাসী ক্রিকেট খেলে। তবে সে এমন ক্রিকেটার যে দলের বিপদে অ্যাঙ্করিং রোল প্লে করবে পরিস্থিতি অনুযায়ী।”
অন্যদিকে, মেহেদি হাসান মিরাজকে প্রশংসা করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (সাবেক টুইটার) মিরাজকে নিয়ে এক বার্তায় অশ্বিন বলেন, “ব্যাটার মেহেদি হাসানের উত্থান বাংলাদেশের জন্য বড় পাওয়া।”