• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিউজিল্যান্ডের ইনজুরি তালিকায় ম্যাট হেনরির নাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৮:৩৫ পিএম
নিউজিল্যান্ডের ইনজুরি তালিকায় ম্যাট হেনরির নাম
ম্যাট হেনরি। ছবি : সংগৃহীত

ইনজুরি নিয়েই বিশ্বকাপ খেলতে আসেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম দুই ম্যাচ না খেলা উইলিয়ামসন নামেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে ইনজুরিতে পড়ে আবারও ছিটকে যান এই ব্যাটার। এছাড়াও দলটিতে ইনজুরির তালিকায় রয়েছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ম্যাট হেনরি।

বুধবার (১ নভেম্বর) পুনের এমসিএ স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি। ইনিংসের মাঝপথেই হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।

এদিন প্রোটিয়াদের ইনিংসের ২৭তম ওভারে বল করতে আসেন হেনরি। তৃতীয় বলটি করার পরেই চোট পান তিনি। এরপর সেই ওভারের বাকি বলগুলো করেন জেমস নিশাম। এটি ছিল হেনরির ষষ্ঠ ওভার।

ইনজুরিতে পড়া ম্যাট হেনরিকে সাইডলাইনের বাইরে টিম ফিজিও শুশ্রূষা দেয়। আশা ছিল মাঠে ফিরে বাকি ওভারগুলো করতে পারবেন তিনি। কিন্তু পরে নিউজিল্যান্ড নিশ্চিত করে তিনি আর এই ম্যাচে বল করতে পারবেন না। তার বদলে বাকি ওভারগুলো করেন নিশাম।

বিশ্বকাপে নিউজিল্যান্ডের ইনজুরি লিস্ট বড় হয়েই চলেছে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বৃদ্ধাঙ্গুলে আঘাত পাওয়া কেন উইলিয়ামসন এখনও মাঠে ফিরতে পারেননি। এছাড়া লকি ফার্গুসন গোড়ালির, মার্ক চ্যাপমান কাফ মাসলের ইনজুরিতে ভুগছেন। এই তালিকায় এবার যুক্ত হলো হেনরির নাম। এই দুঃসংবাদের মধ্যে একমাত্র সুখবর হলো এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন টিম সাউদি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!