• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

লিটন: হাসলেন-হাসালেন


পার্থ প্রতীম রায়
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২২, ০৯:৩৮ পিএম
লিটন: হাসলেন-হাসালেন

“পাক্কা সাড়ে ৯ মিনিটের বেশি হবে না প্রেস কনফারেন্স”- দিনের শুরুতে লিটনের প্রেস কনফারেন্স নিয়ে কথাটি বলেছিলেন এক সিনিয়র ক্রীড়া সাংবাদিক। সবাইকে অবাক করে সেই প্রেস কনফারেন্সের সময় সাড়ে ৯ মিনিট ছাড়িয়ে ঠেকেছে ১৫ মিনিটের বেশি। সেখানে গম্ভীরতা কাটিয়ে লিটন হেসেছেন এমনকি সবাইকে হাসিয়েছেনও।

প্রেস কনফারেন্সের শুরুতেই অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েই বিসিবিকে জানিয়েছেন কৃতজ্ঞতা। এছাড়াও সাংবাদিকদের অযাচিত প্রশ্নের সমুচিত জবাবটাও এসেছে লিটনের মুখ থেকে। যেন প্রথম বলেই ছক্কা হাঁকালেন তিনি।

লিটনের প্রেস কনফারেন্সের শুরুর আগে সবারই ধারণা ছিল, হয়তো গুরুগম্ভীরভাবেই শেষ হবে। তবে উপস্থিত জনাকয়েকের অযাচিত প্রশ্নের জবাবটা ঠিক যেন স্ট্রেইট ড্রাইভের মতো সোজা ব্যাটে খেলেছেন।

প্রেস কনফারেন্সে এসেছে, আয়ের প্রশ্ন কিংবা ম্যাচে কত করতে চান সেই প্রশ্নগুলো। এমনকি সিরিজ জয়ের ইচ্ছা আছে কি-না এমন প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে লিটনকে। প্রশ্নগুলো শুনে মোটেও ঘাবড়ে যাননি। বরং, সমুচিত জবাবে ঝামা ঘষেছেন সবার মুখে।

নির্ধারিত সময় দুপুর ১২ টায় প্রেস কনফারেন্স শুরুর কথা থাকলেও মিনিট চারেক দেরিতে কনফারেন্স রুমে ঢোকেন লিটন। সিনিয়র ওই সাংবাদিকের পূর্বাভাসে ১২.১৩ মিনিটেই শেষ হওয়ার কথা ছিল প্রেস কনফারেন্স। কিন্তু হাস্যোজ্জ্বল থাকা লিটন, সেটাকে টেনে নিয়েছেন প্রায় ১২.২০ মিনিট পর্যন্ত।

প্রেস কনফারেন্সে হাস্যোজ্জ্বল লিটন জানালেন, হুট করে অধিনায়কত্ব পেলেও তিনি রোমাঞ্চিত। আগের দুইবারের মতো অবশ্য ম্যাচের আগ মুহূর্তে অধিনায়কত্বের দায়িত্ব লিটনের কাঁধে ওঠেনি। বরং, সিরিজ শুরুর দুই দিন আগেই খবর পেয়েছিলেন। তাই হয়তো কিছুটা প্রস্তুতি নিয়েই রেখেছিলেন। সেই প্রস্তুতিতেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে স্মরণীয় করে রাখলেন লিটন।

ভারত পরীক্ষাও ঠিক এমনভাবে উতরে যাবেন, এটা হয়তো আশা সবার। দেশবাসীকে আরও একবার উল্লাসে ভাসাবেন লিটন এটাই চাওয়া।

Link copied!