বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ভারতের। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অজিরা টস জিতে আয়োজকদের বিপক্ষে ব্যাটিংয় করছে। তাদের অবশ্য শুরুটা মোটেও সুখকর হয়নি। দলীয় ৫ রানের সময় নামের পাশে কোন রান যোগ করার আগেই বিদায় নেন মিচেল মার্শ। এরপর স্টিভ স্মিথের সঙ্গে জুটি গড়ে শুরুর ধাক্কা সামালদেন ডেভিড ওয়ার্নার। তবে, হাফসেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতেই বিদায় নেন ওয়ার্নার। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২০ ওভারে ২ উইকেটে ৮৫ রান।
চেন্নাইয়ে টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ের শুরুটা করতে ক্রিজে আসেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। বারতের হয়ে বোলিংয়ে শুরুটা করেন পেসার জাসপ্রীত বুমরাহ। সেই ওভারে মাত্র ১ রান যোগ করে অজি দুই ওপেনার। দ্বিতীয় ওভারে বল করতে আসা মোহাম্মদ সিরাজকে চার মেরে স্বাগত জানায় ওয়ার্নার। অবশ্য এরপর বাকি পাচঁ বলে কোন রান নিতে পারেননি অজি ব্যাটার। তৃতীয় ওভারে এসেই বুমরার ব্রেক-থ্রু। তুলে নেন মিচেল মার্শের উইকেট। ওভারের দ্বিতীয় বলেই স্লিমে বিরাট কোহলির দারুণ ক্যাচে পরিণত হবার আগে মার্শ ৬ বল খেলে করতে পারেননি কোন রান।
এই ক্যাচ নেওয়ার ফলে ভারতীয়দের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন বিরাট কোহলি। তিনি ক্যাচ নিয়েছেন ১৫টি। এরপর ওর্য়ানারের সঙ্গে জুটি গড়েন স্টিভ স্মিথ। তাদের পার্টনারশীপ ছাড়িয়েছে হাফসেঞ্চুরি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে ১,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন ওয়ার্নার। তবে এই জুটি ভাঙে কুলদীব যাদব। ৪১ রান করা ওয়ার্নার যখন আউট হন তখন অজিদের স্কোর ৭৪। ভাঙে ৬৯ রানের জুটি।