• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবের প্রশংসায় কোহলি-পান্ডিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৪:৩৪ পিএম
সাকিবের প্রশংসায় কোহলি-পান্ডিয়া
সাকিব ও কোহলি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই টাইগারদের জার্সিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। বর্তমান সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারও  তিনি। তারকা এই অলরাউন্ডারের ভূয়সী প্রশংসায় মাতলেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ভারতের বিরাট কোহলি এবং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক রেকর্ডই নিজের করে নিয়েছেন সাকিব। বাংলাদেশের তারকা এই ক্রিকেটারের প্রশংসা করে কোহলি বলেন, “বলের ওপর সাকিবের নিয়ন্ত্রণ অসাধারণ। সাকিবের মতো বোলারদের বিপক্ষে ব্যাটাররা সেরাটা না দিলে আউট হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।”

সাকিব প্রসঙ্গে কোহলি আরও বলেন, “সাকিব বেশ অভিজ্ঞ একজন ক্রিকেটার। বছরের পর বছর ধরে আমি তার সঙ্গে অনেক খেলেছি। বলের ওপর সাকিবের নিয়ন্ত্রণ বেশ অসাধারণ। তিনি নতুন বলে অসাধারণ বোলিং করেন। ব্যাটারকে বোকা বানাতে পারেন তিনি এবং খুবই ইকোনমিক্যাল বোলিং করেন। সাকিবের মতো বোলারদের বিপক্ষে নিজের সেরাটা দিতে হয়। সেটা না করলে, তিনি চাপ বাড়াতে থাকবেন এবং তাতে আউট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।”

সাকিবকে নিয়ে মন্তব্য করেছেন হার্দিক পান্ডিয়াও। তিনি বলেন, “সাকিব খুবই স্ট্রিট স্মার্ট বোলার ও ক্রিকেটার। বেশ লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে কাঁধে নিয়ে চলছেন। সে নিজের দায়িত্ব সম্পর্কে ভালো জানেন। আমি মনে করি এটাই তাকে সফল হতে সাহায্য করেছে।“

Link copied!