শুভমান গিল এবং বিরাট কোহলি যখন ব্যাট করছিলেন মনে হয়েছিল ভারত রান করবে চারশ। কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর লঙ্কান বোলাররা ভারতীয়দের রানের লাগাম টেনে ধরে। চারশ না হলেও নির্ধারিত ওভার শেষে ভারত ৮ উইকেট হারিয়ে তোলে ৩৫৭ রান। ভারতের হয়ে এই ম্যাচে শুভমান গিল-বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার তিনজনই হাফ সেঞ্চুরি করেন।
মুম্বাইয়ের ব্যাটিং প্যারাডাইস উইকেটে টস জিতে সবাইকে অবাক করে লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস নিলেন বোলিংয়ের সিদ্ধান্ত। ভারতের ওপেন করতে আসা রোহিত শর্মা শুরুটা করেন চার দিয়ে। ইঙ্গিত ভালো শুরুর। কিন্তু পরের বলেই তাকে ফেরান দিলশান মাদুশাঙ্কা।
এরপরই শুভমান গিল-বিরাট কোহলি ব্যাট হাতে শাসন করে লঙ্কান বোলারদের ওপর। রোহিতের ফেরার ধাক্কা কাটিয়ে ব্যাটিং পাওয়ার প্লের ১০ ওভারে তোলেন ৬০ রান। সময়ের সঙ্গে সঙ্গে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন কোহলি-গিল। গিলের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন কোহলি। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি।
দুজন মিলে ১৭৯ বলে গড়ে ফেলেন ১৮৯ রানের জুটি। এরপরই বল হাতে মাদুশঙ্কা ম্যাজিক। পরপর দুই ওভারে তুলে নেন বিরাট ও গিলের উইকেট। প্রথমে তার শিকার শুভমান গিল। সেঞ্চুরি থেকে মাত্র ৮ রানে দূরে থাকতে ফেরেন গিল। ৯২ বলে ৯২ রান করা গিলের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ২ ছক্কায়।
তার বিদায়ের পর স্কোরবোর্ডে আর তিন রান যোগ করতেই বিদায় নেন বিরাট কোহলি। ফেরেন আরও একটা আক্ষেপ নিয়ে। মুম্বাইয়ে শচীন টেন্ডুলকারের সামনে শচীনের রেকর্ডে ভাগ বসাতে পারলেন না বিরাট। ফিরলেন ৮৮ রান করে। আক্ষেপ বাড়লো আরও একটু।
এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচেও এমন হতাশায় পুড়তে হয়েছিল কোহলিকে। দলের জয় পেতে দরকার ছিল ৫ রান। সেঞ্চুরির ম্যাজিক ফিগারে যেতে কোহলিরও দরকার আর ৫ রান। এমন সমীকরণে ক্রমাগত স্লোয়ার ছেড়েছেন কিউই বোলাররা। তাতে ধৈর্য হারিয়ে আকাশে বল তুলেছেন কোহলি। ৯৫ রানে আউট হয়ে ফিরেছেন রাজ্যের হতাশা নিয়ে।
এরপর শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল রানের চাকা সচল রাখার চেষ্টা করেন। এই জুটি ৬০ রান যোগ করার পরই আবারও মাদুশঙ্কার আঘাত। লঙ্কান এই বোলারের চতুর্থ শিকার হওয়া লোকেশ করেন ২১ রান।
তবে, একপাশ আগলে রেখে দারুণ ব্যাটিং করে যান শ্রেয়াস আইয়ার। তবে তিনিও মিস করেন সেঞ্চুরি। ফেরেন ৫৬ বলে ৮২ রান করে। শ্রেয়াসকে ফিরিয়ে পঞ্চম উইকেট পান মাদুসাঙ্কা। তার বিদায়ের পরও ম্যাচের বাকি ছিল ১৫ বল। শেষদিকে রবীন্দ্র জাদেজার ২৪ বলে ৩৫ রানের কল্যাণে সাড়ে তিনশ পার করে ভারত। লঙ্কানদের হয়ে পাঁচ উইকেট নেন মাদুসাঙ্কা।