• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ম্যাচ হেরে জরিমানার মুখে ভারত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৬:১০ পিএম
ম্যাচ হেরে জরিমানার মুখে ভারত

মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে রূদ্ধশ্বাস লড়াই শেষে বাংলাদেশের কাছে ১ উইকেটে হেরেছে ভারত। ওই ওয়ানডেতে নির্ধারিত সময়ে চার ওভার পিছিয়ে ছিল ভারতীয় দল। ফলে বড় অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হচ্ছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

রোববার (৪ নভেম্বর) বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে বোলিং করে ভারত। ওই সময় নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার পিছিয়ে ছিল। ফলে দলটির সকল খেলোয়াড়কে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েহে। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়।

মূলত আইসিসির কোড অব কন্ডাক্ট ও প্লেয়ার সাপোর্ট ২.২২ ধারা অনুযায়ী ক্রিকেটারদের শাস্তি দিয়েছে। এর আগে ম্যাচ শেষে অনফিল্ড আম্পায়াররা ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে অভিযোগ করেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ। ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই মিরপুরেই মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।

Link copied!