• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আবারও দুয়োধ্বনি শুনতে হলো সাকিবকে, বললেন ডিজার্ভ করি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১২:২৭ পিএম
আবারও দুয়োধ্বনি শুনতে হলো সাকিবকে, বললেন ডিজার্ভ করি
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পরই দেশে ফিরে আসেন সাকিব আল হাসান। অনুশীলন করতেই তার দেশে আসা। মিরপুরে অনুশীলনে এসে তাকে শুনতে হয়েছে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি। ঘরের মাঠে শুধু না টাইগার অধিনায়ককে এবার সেই ‘ভুয়া ভুয়া’ শব্দটি শুনতে হয়েছে কলকাতার মাঠেও। নেদারল্যান্ডসের বিপক্ষে আউট হয়ে যাওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে তাকে এমনটা শুনতে হয়েছে। এমন ঘটনার সাক্ষী আগে কখনও হয়নি সাকিব।

গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেছে টাইগাররা। এই হারের পর বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। ডাচদের বিপক্ষে এমন হারের পর সমর্থকরা এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। আর এমনটাই হওয়া স্বাভাবিক বললেন সাকিব আল হাসান। টাইগার অধিনায়ক বলেন, “হতাশাজনক (দর্শকদের প্রতিক্রিয়া)। তারা আসলে প্রত্যাশাও করে ভালো কিছু। স্বাভাবিকভাবে সেটি না হলে তাদেরও অধিকার আছে তাদের মতো করে বলার। তাদের ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই। আমি মনে করি যেভাবে আমরা খেলেছি এটা আমরা ডিজার্ভ করি।”

এখনও হাতে বাকি তিন ম্যাচ। সেই ম্যাচগুলোতে দর্শকদের ভালো কিছু উপহার দিতে চান টাইগার অধিনায়ক। তিনি বলেন, “আমাদের তিন ম্যাচ খেলতেই হবে। যদি আমরা বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা দারুণ হবে।”

তবে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোটা কঠিন তাও মানছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব বলেন, “সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!