• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীলঙ্কার ইনিংসে হাসানের প্রথম আঘাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৪:১৯ পিএম
শ্রীলঙ্কার ইনিংসে হাসানের প্রথম আঘাত
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ ওভারে হাসান মাহমুদ বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক-থো এনে দেন। প্রতিবেদনটি লেখার আগে লঙ্কানদের সংগ্রহ ১০ ওভারে ১ উইকেটে ৫১ রান।

লঙ্কানদের হয়ে ইনিংসের শুরুটা করতে আসেন দিমুথ করুনারত্নে ও পাতুম নিশাঙ্কা। শ্রীলঙ্কার হয়ে দারুণ একটা শুরু এনে দেন এই দুই ওপেনার। ওভার প্রতি প্রায় ৫.৫০ গড়ে রান তুলেন এই দুই ওপেনার। এরপর হাসান মাহমুদের আঘাত। ১৭ বলে ১৮ রান করা করুনারত্নকে ফেরান তিনি। দলীয় ৩৪ রানের সময় বিদায় নেন লঙ্কান এই ব্যাটার। এরআগে অবশ্য তাসকিন আহমেদের বলে এলবিডাব্লিউ হন পাতুম নিসাঙ্কা। আম্পায়ার জয়ারমন মদনগোপাল আউটও দিয়ে দেন। নিসাঙ্কা রিভিউ নিতে দেরি করেননি। শেষ পর্যন্ত বল ট্র্যাকিং দেখিয়েছে, বল যেত স্টাম্পের ওপর দিয়েই। প্রথম চার বলে দুর্দান্ত শুরুর পুরস্কার পেয়েই গিয়েছিলেন তাসকিন, শেষ পর্যন্ত তা পাননি।

এরআগে, টাইগাররা এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে । এই ম্যাচে আফিফ হোসাইনেরর পরিবর্তে স্পিনার নাসুম আহম্মেদকে দেখা যাবে। সুপার ফোরে লঙ্কানদের এটাই প্রথম ম্যাচ। এই ম্যাচে শ্রীলঙ্ককার অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।

বাংলাাদেশ একাদশ 
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ 
দিমুথ করুনারত্নে, পাতুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দিমুথ ওয়াললেলাগে, মহেশ থেকশান, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা
 

খেলা বিভাগের আরো খবর

Link copied!