বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে যাত্রাটা শুরু করেছিল টাইগাররা। এরপর পাল্টে গেছে চিত্রপট। জয়ের দেখাটা ভুলে গেছে টাইগাররা। টানা হেরে বসেছে চারটি ম্যাচ। রয়েছে পয়েন্ট টেবিলের আট নাম্বারে। নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল(শনিবার) দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামবে টিম টাইগাররা। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগাররা।
বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে খেলতে যাওয়া টাইগাররা হেরে বসেছে পাঁচ ম্যাচের শেষ চারটি। তাই সেমিফাইনাল খেলার স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে টাইগারদের। তবে, শেষ হয়ে যায়নি। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদও মনে করছেন এমনটা। তাসকিন বলেন, “এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রান রেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন- ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে। ”
তাসকিন আরও যোগ করেন, “তবে আপাতত আমরা ম্যাচ বাই ম্যাচ নিয়ে পরিকল্পনা করছি। হ্যাঁ, এটা সত্য যে আমরা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ভালো করতে পারিনি। কিন্তু এখনও চার ম্যাচ আছে। তাই আমরা সামনে ভালো করার অপেক্ষায় আছি।”
আগের ম্যাচগুলোতে বাংলাদেশ সব বিভাগেই ছিল ব্যর্থ। তাই বাংলাদেশের এই পেসারের আশা নেদারল্যান্ডসের বিপক্ষে ঘুরে দাঁড়াবে তারা। ঢাকা এক্সপ্রেস বলেন, “আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যে সব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই। নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যে-সব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়ত জেতার সুযোগটা আসবে।”