• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:৪২ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আজকের ম্যাচে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ একাদশে চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাস রয়েছেন বিশ্রামে। বাদ পড়েছেন সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। এদিকে অভিষেক হচ্ছে জাকির হোসেনের। এ ছাড়া দলে ফিরেছেন মুশফিকুর রহীম, শান্ত ও খালেদ আহমেদ।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ হেরে যায় স্বাগতিকরা। ফলে সিরিজ হার এড়াতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, তওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম, জাকির হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

Link copied!