আর কিছুদিন পরেই ক্রিকেটে এশিয়ানদের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শুরু হবে। বাংলাদেশ এবারের এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। সঙ্গে দেশেরে অনেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এবারের এশিয়া কাপে টাইগারদের ফাইনাল খেলার সম্ভাবনা আছে। ৩১ আগস্ট এই টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। টাইগাররা এশিয়া কাপের বিমান ধরবে ২৭ আগস্ট। এর আগেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক পেসার তাপস বৈশ্য বললেন টাইগাররা এশিয়া কাপে সবচেয়ে দুর্বল দল। তার মতে বাংলাদেশের তুলোনায় অন্য দল গুলো এগিয়ে এবারের এশিয়ানদের শ্রেষ্ঠত্বের আসরে।
বাংলাদেশের সাবেক এই পেসার নিজের ফেসবুক পেইজে এবারের এশিয়া কাপ নিয়ে আলোচনা করেন। তাপস বলেন, “এশিয়া কাপ নিয়ে আমরা কি ভাবছি? আমাদের কি মনে হচ্ছে এশিয়া কাপে গিয়ে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে? আমি যখন কথা বলি, তখন আমার জায়গা থেকে বাস্তবতা বলার চেষ্টা করি। মানুষ হিসেবে অবশ্যই আমি ইতিবাচক কথা বলব। কিন্তু ইতিবাচক কথাটা অবাস্তব বললে তো হবে না। আমি যদি এখন চিন্তা করি পাখি হয়ে উড়াল দিয়ে দেব। এটা ইতিবাচক কিন্তু আমি পাখির মতো উড়াল দিয়ে তো যেতে পারব না। ঐ ধরণের ইতিবাচক কথা বলে তো লাভ নেই।”
এই পেসার আরও বলেন, “এশিয়া কাপে আমাদের দল অন্যান্য দলের তুলনায় চিন্তা করে দেখি তাহলে বাংলাদেশ দল অনেক দুর্বল। একটা ম্যাচে তিন ওভারে ৪০ রান দরকার। উইকেট পাঁচটা পড়ে গেছে। ওয়ান টু মুশফিক আউট… তিন ওভারে ৪০ কে করবে? আমাদের ঐ শক্তিই নাই। এশিয়া কাপ ৫০ ওভারের খেলা। এই ফরম্যাটটায় আমরা ভালো খেলি। কিন্তু আমরা বেশি ভালো খেলি মিরপুরে, এটাই সমস্যা।”
বাংলাদেশের খেলোয়াড়রা বেশি ম্যাচ খেলে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে। তাই দেশের সব ক্রিকেটাররা সবাই এই মাঠে খেলেই অভ্যস্ত। তাই তাপস মনে করেন মিরপুরের ক্রিকেটাররা ভালো পারফরম্যান্স করলেও দেশের বাইরে এই পারফরম্যান্স ধরে রাখতে পারেননা। বৈশ্য বলেন, “আমার সমস্যা এখানেই। মিরপুরে আমরা এত ভালো খেলি। এখানকার ক্রিকেট আমরা অন্য কোথাও খেলতে পারি না। মিরপুরে আপনি কখনও দেখবেন না আমরা ৩৩০-৩৪০ রান করে ফেলেছি বা প্রতিপক্ষ ৩২০ রান করে ফেলেছে সেটি আমরা তাড়া করেছি। কিন্তু শ্রীলঙ্কায় রান হবে। সেখানে ৩০০ থেকে ৩৫০ রান হবে। কারণ খেলাটা এত গরম, ড্রাই অবস্থায় হবে বোলারদের জন্য কিছুই থাকবে না।”
এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান হলেও খেলা হবে হাইব্রিড মডেলে। তাই ম্যাচ গুলো হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে। বাংলাদেশের সাবেক এই পেসার এশিয়া কাপে লঙ্কা এবং পাকদের সবথেকে বেশি এগিয়ে রাখছেন। তাপস বলেন, “আমার কাছে সবথেকে ফেবারিট শ্রীলঙ্কা নিজেই এবং পাকিস্তান। আমার দৃষ্টি কোণ থেকে দেখছি শ্রীলঙ্কা এবং পাকিস্তানের ৯০ শতাংশ সম্ভ্যাবনা রয়েছে ফাইনাল খেলার। এবং ভারত টিমও আমার কাছে এমন আহামরি মনে হয়নি কারণ ওদের গদবাঁধা দল। ওরা যাই রান করবে বোলিং দিয়ে রান আটকাতে পারবেনা। পাকিস্তানের ডেঞ্জারাস বোলিং লাইন। আরও ওদের ১ থেকে ৫ টপ ব্যাটার ভালোই ফর্মে আছে। শ্রীলঙ্কাতে সম্প্রতি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ হয়ে গেল। এরপরে ওরা ভালো খেলবে। আর এই ফ্র্যাঞ্চাইজি লিগের ইফেক্টটা শ্রীলঙ্কার এশিয়া কাপ পর্যন্ত ওদের খেলোয়ড়রা ধরে রাখবে।”