হারের বৃত্ত ভাঙতে আজ (মঙ্গলবার) মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা সুখকর ছিল। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দেয় টাইগাররা। কিন্তু এরপরই ছন্দপতন বাংলাদেশের ক্রিকেটে। হারতে তাকে একের পর এক ম্যাচ। টানা তিন ম্যাচ হেরে দলটি রয়েছে এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে আবারও জয়ে ফিরতে মরিয়া সাকিব আল হাসানরা।
বাংলাদেশকে আশা দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স। শেষ পাঁচ দেখায় তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। যেখানে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাসও রয়েছে বাংলাদেশের।
তবে,একদিনের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ থেকে যোজন যোজন এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই দল এখন পর্যন্ত ২৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে। তাতে দক্ষিণ আফ্রিকার জয় ১৮ ম্যাচে, বাংলাদেশ জিতেছে ৬টি। কোনো ম্যাচ পরিত্যক্ত কিংবা বাতিল হয়নি।
এর মধ্যে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০ ম্যাচ। বাংলাদেশ ঘরের মাঠে জয় পেয়েছে ২ ম্যাচে। অ্যাওয়ে ম্যাচে প্রোটিয়াদের জয় ৭ ম্যাচে, বিপরীতে সাকিব আল হাসানরা জিতেছেন ২ ম্যাচ। নিরপেক্ষ ভেন্যুতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১ ম্যাচ। বাংলাদেশ এখানে এগিয়ে, জয় পেয়েছে দুই ম্যাচে।
বিশ্বকাপের হিসেবে দুই দলই সমানে সমান। এখন পর্যন্ত মোট চারবার বিশ্বকাপে দেখা হয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের। তাতে দুই দলই সমান ২টি করে জয় পেয়েছে। বাংলাদেশ জিতেছিল ২০০৭ ও ২০১৯ বিশ্বকাপে। বিপরীতে ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছিল প্রোটিয়ারা।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৩টিতেই জয় তুলে নিয়েছে তারা। তিন ম্যাচেই প্রতিপক্ষের উপর রান বন্যা বইয়ে দিয়েছেন হেনরিক ক্লাসেন-ডেভিড মিলার-কুইন্টন ডি ককরা।
তবে, নিজেদের দিনে বাংলাদেশ যে কোন দলকেই যে হারানোর ক্ষমতা রাখে তা জানা আছে প্রোটিয়াদের। বাংলাদেশকে টিম্বা বাভুমার দলকে হারাতে হলে তিন ডির্পাটমেন্টেই ভালো করতে হবে।