• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সাকিবকে ছাড়াই ধর্মশালায় বাংলাদেশ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ১০:৩৯ এএম
সাকিবকে ছাড়াই ধর্মশালায় বাংলাদেশ দল
মেহেদি মিরাজ। ছবি : সংগৃহীত

শেষ হল বাংলাদেশ দলের প্রস্তুতি পর্ব। দুই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয় এবং ইংল্যান্ডের বিপক্ষে পরাজয়ের তিক্ত স্বাদ পায় টাইগাররা। বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে মঙ্গলবার (৩ অক্টোবর) ধর্মশালায় পৌঁছায় বাংলাদেশ দল। দলের অন্য সবার সঙ্গে সেখানে যাননি অধিনায়ক সাকিব আল হাসান।

বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে ক্যাপ্টেন্স মিট নামে একটি আয়োজন আছে ভারতের। সেখানে অংশ নেয়ার লক্ষ্যে দলের সঙ্গে ধর্মশালায় আসেননি সাকিব। জানা গেছে, সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাকিব ছুটে গেছেন আহমেদাবাদে। সেই অনুষ্ঠান শেষে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আহমেদাবাদের ওই অনুষ্ঠানে সাকিব ছাড়াও উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। আর এই অনুষ্ঠান শেষে আগামীকাল (বৃহস্পতিবার) ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার কাপ্তান।

লিটন দাস ও শরীফুল ইসলাম। ছবি : সংগৃহীত

এদিকে, ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। বিশ্ব আসরে আফগানদের হারিয়ে যাত্রাটা দুর্দান্তভাবে শুরু করতে চাইবে সাকিব বাহিনী। তাসকিন-শরীফুলরা ধর্মশালায় পা রাখলেও এখনও গুয়াহাটিতে রয়েছে আফগানরা। লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষ করে ম্যাচ ভেন্যুর উদ্দেশ্যে যাত্রা করবে দলটি।

ধর্মশালায় দুই ম্যাচ খেলার পর দক্ষিণ ভারতের চেন্নাইতে যাবে বাংলাদেশ। ১৩ অক্টোবর সেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!