• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মোরসালিনকে রেখেই বাংলাদেশের দল ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৭:৪৬ পিএম
মোরসালিনকে রেখেই বাংলাদেশের দল ঘোষণা
বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ১৬ নভেম্বর। মেলবোর্নে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ২১ নভেম্বর ঘরের মাঠ বসুন্ধরার কিংস অ্যারিনায় লেবাননকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আর বিশ্বকাপ বাছাই পর্বের এই দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলে ডাক পেয়েছেন শেখ মোরসালিন। 

বাংলাদেশের ফুটবলের উঠতি তারকা শেখ মোরসালিন বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপের ম্যাচ খেলে মালদ্বীপ থেকে ফেরার সময় মদ বহন করেছিলেন। এতে তার ক্লাব সাময়িক নিষিদ্ধ করেছিল। এজন্য মালদ্বীপের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ছিলেন না মোরসালিন।

বাংলাদেশ দল। 

বসুন্ধরা কিংস তদন্ত করে মোরসালিনকে শুধু আর্থিক জরিমানা করায় আবার তার জাতীয় দলের দরজা খুলে। এরপরও তাকে দ্বিতীয় লেগে নেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মালদ্বীপ বাধা উতরে বিশ্বকাপ বাছাইয়ের পরবর্তী রাউন্ডে অবশ্য মোরসালিনের প্রতি সদয় হয়েছে শৃঙ্খলা নিয়ে সচেষ্ট স্প্যানিশ কোচ।
মালদ্বীপের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে তেমন পরিবর্তন নেই লেবানন-অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে। ৩০ জনের প্রাথমিক দল ২৩ জনে পরিণত হবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে।

অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শেখ রাসেলের চন্দন রায় ও আবাহনীর মোহাম্মদ রহিমউদ্দিন। জাতীয় দলের স্কোয়াডে এর আগে ডাক পেলেও এখনো অভিষিক্ত না হওয়া দিপক রায়, আরমান ফয়সাল, মেহেদী হাসান শ্রাবনরা আছেন এবারের স্কোয়াডেও।  প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন আবাহনীর রিয়াদুল হাসানও।

দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল
মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান রাফি, সোহেল রানা, শেখ মোরসালিন, মোঃ হৃদয়, সোহেল রানা, মজিবুর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, সুমন রেজা, রাকিব হোসেন, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দিপক রায়, আরমান ফয়সাল, রফিকুল ইসলাম ও ইব্রাহীম।

খেলা বিভাগের আরো খবর

Link copied!