• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ, অস্বস্তি আবহাওয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৩, ০৬:৫৮ পিএম
অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ, অস্বস্তি আবহাওয়া
অস্ট্রেলিয়ায় অনুশীলন করছে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি থাকায় প্রথম দিন জিম সেশন করেন জামাল ভূইয়ারা। একদিন পরই মাঠের অনুশীলনে নেমে পড়েছেন তারা। তবে, অনুশীলনে লাল-সবুজ জার্সিধারীদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে দেশটির আবহাওয়া। যা ফুটে উঠেছে অনুশীলন শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কথায়।

অস্ট্রেলিয়ায় এখন শীতের মৌসুম। হাড় কাঁপানো ঠান্ডা না পড়লেও দিনের বেলায় তাপমাত্রা থাকছে ১৫ থেকে ২০ ডিগ্রির ভিতর। আর রাত হতে না হতেই তা নেমে আসে ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্য ফুটবলারদের মতো খুব একটা সমস্যা হচ্ছে না জামাল ভূইয়া ও তারিক কাজির। কারণ দই জনই ছিলেন ইউরোপে। তাই অস্ট্রেলিয়ার আবহাওয়ায় তাদের সমস্যা হচ্ছে না।

জামাল ভূইয়া। ফাইল ছবি

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া বলেন, “আবহাওয়া একটু ঠান্ডা। অনেকেরই ঠান্ডা লেগেছে। আমাদের খেলা রাত ৮ টায়। ওই সময় আরো থাকবে। তারপরও দলের সবাই আত্মবিশ্বাসী এবং ম্যাচের জন্য সবাই শতভাগ প্রস্তুত। যদিও আমার আর তারিকের সমস্যা হচ্ছে না।”

অন্যদিকে, বাংলাদেশের সহকারী কোচ ও সাবেক ফুটবলার হাসান আল মামুন বলেন, “এখানে অনেক ঠান্ডা এবং বাতাস। বল পায়ে রাখতে খেলোয়াড়দের সমস্যা হচ্ছিলো। নতুন দেশে আসলে প্রথমে এ রকম হয়েই থাকে।তবে, আশা করি সময়ের ব্যবধানে এটা ঠিক হয়ে যাবে। অনুশীলনে আমরা টেকনিক্যাল বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছি।”

দলের অন্যতম ফরোয়ার্ড ইব্রাহীমও কথা বলে জানান, “ভালোই হয়েছে প্রথম অনুশীলন। ঠান্ডার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল। কোচ চাইছেন ঠান্ডার সঙ্গে আমরা যেন দ্রুত মানিয়ে নিতে পারি। বিশ্বের অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে আমরা ডিফেন্স কীভাবে ব্লক করবো প্রথম দিনের অনুশীলনে সেটাই করিয়েছেন কোচ।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!