বাংলাদেশ জাতীয় ‘এ’ ক্রিকেট দল দুই দিনের অনুশীলন বাদ দিয়েই আগামীকাল মঙ্গলবার পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। দেশের অচল পরিস্থিতির কারণে অনুশীলন বাদ দেওয়া হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশন সূত্র এই তথ্য দিয়েছে।
জাতীয় দল ১৬ আগস্ট ঢাকা ছাড়বে। পাকিস্তান সফরকালে ‘এ’ দল ২টি চারদিনের এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে। বাংলাদেশ টেস্ট দলের মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদত হোসেন দিপু ‘এ’ দলের সঙ্গে পাকিস্তান যাবেন।
১০ আগস্ট ইসলামাবাদে প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। দলটির নেতৃত্বে রয়েছেন এনামুল হক বিজয়।