• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারত-পাকিস্তান ম্যাচে নিজেদের এগিয়ে রাখলেন বাবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০৫:৫৭ পিএম
ভারত-পাকিস্তান ম্যাচে নিজেদের এগিয়ে রাখলেন বাবর
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন রকমের উত্তাপ। রাজনৈতিক বৈরিতার কারণে এই দেশের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজি হয় না। তাই ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে হলে বৈশ্বিক আসরের জন্য অপেক্ষা করতে হয় দর্শকদের। দুই দলের মাঠের লড়াইয়ের আগে শুরু হয় কথার লড়াইও। রোববার (১০ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। এই ম্যাচের আগে নিজেদের এগিয়ে রেখেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

কেন ভারতের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন তার ব্যাখ্যা দিয়েছেন বাবর। সাম্প্রতিক সময়ে অনেক বেশি শ্রীলঙ্কায় খেলার কারণেই নিজেদের এগিয়ে রাখছেন পাকিস্তান অধিনায়ক। জুলাইয়ে এখানে টেস্ট খেলার পর বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন লঙ্কান প্রিমিয়ার লিগে। পরে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কাতেই সিরিজ খেলেছে পাকিস্তান।

অন্যদিকে এশিয়া কাপে এই পর্যন্ত দুটি ম্যাচ শ্রীলঙ্কাতে খেলেছে ভারত। দুইটি ম্যাচেই ছিল বৃষ্টির বাঁধা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হয়েছেন কেবল এক ইনিংস, যেখানে ২৬৬ রানে অলআউট হয় তারা। এরপর নেপালের বিপক্ষে ২৩ ওভারে নেমে আসা ম্যাচে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।

বাবর বলেন, “পাকিস্তান ও শ্রীলঙ্কায় আমরা যেভাবে ক্রমাগত ক্রিকেট খেলে যাচ্ছি, আপনি বলতেই পারেন যে আমরা ভারতের চেয়ে কিছুটা এগিয়ে আছি। আমরা গত আড়াই মাস ধরে শ্রীলঙ্কায় খেলছি। টেস্ট ম্যাচ ছিল, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এরপর এলপিএল। তাই এটা বলাই যায় আমরা বাড়তি সুবিধা পাবো।”

সুপার ফোরের নিজেদের প্রথম ম্যাচে লাহোরে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এর আগে গ্রুপ পর্বের দুটি ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতে খেলতে হয়েছে বাবরদের। এখন আবার সুপার ফোরের বাকি দুই ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে হবে তাদের। এই পর্বের বাকি ম্যাচগুলো হবে কলম্বোতে। যেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। যদিও এসবকে অযুহাত মানতে রাজি নন বাবর।

পাকিস্তান অধিনায়ক বলেন, “আমরা সূচি নিয়ে আগে থেকেই জানি আর এটাও জানতাম কী পরিমাণ ভ্রমণ করতে হবে। এখন এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে কীভাবে আমরা ক্রিকেটারদের আগলে রাখি। আমাদের সবকিছু নিয়েই পরিকল্পনা করতে হবে।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!