ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুইটিতে হেরে বিশ্বকাপের আগে বড় সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়া। তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি জিতে অবশ্য সেই সমালোচনাটা কিছুটা হয়তো কমবে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজকোটে ভারতকে ৬৬ রানের বড় ব্যবধানে হারায় অজিরা।
রাজকোটে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ডেভিড ওয়ার্নার,মিচেল মার্শ,মার্নাশ লাবুশেন এবং স্টিভ স্মিথের ফিফটিতে ৩৫২ রানের বিশাল পুঁজি পায় অজিরা। শুরুতে ৭৮ রানের জুটি গড়েন ওয়ার্নার এবং মার্শ। এরপর ওয়ার্নার ৫৬ রানে আউটের পর মার্শের সঙ্গে ১৩৭ রানের বিশাল জুটি করেন স্মিথ। যেখানে মার্শ ৯৬ রান করে আউট হন।
এরপর লাবুশেনকে নিয়ে আবারও বড় জুটি গড়তে শুরু করেন স্মিথ। তবে ২৭ রানের জুটির পর স্মিথ আউট হন ৭৪ করে। ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে লাবুশেনের ব্যাট থেকে আসে ৫৮ বলে ৭২ রান। শেষ পর্যন্ত ৫০ ওভার খেলে ৭ উইকেটে ৩৫২ রানের পুঁজি পায় অজিরা। ভারতের হয়ে ৩ উইকেট পেয়েছেন বুমরাহ।
জবাব দিতে নেমে ভালোই শুরু করেছিলো ভারত। এদিন শুভমান গিলকে বিশ্রামে থাকায় ওপেনিং করেন ওয়াশিংটন সুন্দর। রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে শুরুতেই জয়ের আশা জেগেছিল ভারতের। তবে ৮১ রান করে ভারতের অধিনায়ক ফিরলে আসতে আসতে খেই হারিয়ে ফেলে ভারত। রোহিত শর্মা ছাড়াও এদিন অর্ধশতক পেয়েছেন বিরাট কোহলি (৫৬)। আর শ্রেয়াস আইয়ার করে ৪৮ রান।
অস্ট্রেলিয়াকে ম্যাচে ফেরানোর মূল কারিগর ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচে তিনি ব্যাট হাতে কিছু করতে না পারলেও, বোলিংয়ে ৪ উইকেট পেয়েছেন। এছাড়াও জশ হ্যাজেলউড পেয়েছেন দুই উইকেট। শেষ পর্যন্ত ২৮৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। অস্ট্রেলিয়া ম্যাচটি জয় পায় ৬৬ রানে। তবে সিরিজ ২-১ ব্যবধানে যেতে ভারত। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল। আর সিরিজ সেরা হয়েছেন শুভমান গিল।