• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

দিবালা-মারিয়াকে নিয়ে চিন্তিত মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২২, ০৫:০৬ পিএম
দিবালা-মারিয়াকে নিয়ে চিন্তিত মেসি

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাত্র ৩৬ দিন পর কাতারে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। তার আগে এখন প্রতিটি দলই পরিকল্পনা করতে ব্যস্ত। দীর্ঘদিন ধরে ছন্দে আছে আর্জেন্টিনা, সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচেনায় তাদের এবার অন্যতম ফেভারিট ধরা হচ্ছে।

কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে আক্রমণ ভাগের প্রধান তিন সৈনিক লিওনেল মেসি, আনহেল ডি মারিয়া ও পাওলো দিবালার ইনজুরি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আর্জেন্টাইন সমর্থকদের।

মেসির ইনজুরি নিয়ে অবশ্য খুব বেশি চিন্তার কিছু নেই। ঝুঁকি না নিতেই পিএসজির জার্সিতে দুই ম্যাচ মাঠে নামেননি তিনি। আগেই ঘোষণা দিয়েছেন আসন্ন কাতার বিশ্বকাপই হতে যাচ্ছে মেসির শেষ বিশ্ব আসর। তাই অধিনায়ক মেসি  তার দলের অন্যতম প্রধান সৈনিক মারিয়া ও দিবালার ইনজুরি নিয়ে একটু বেশিই চিন্তিত।

মেসি বলেন, “এই সময়ে এমন কিছু দেখাটাই ভয়ঙ্কর, তবে এই বিষয়ে ভেবে কাতর হওয়াটাও ঠিক নয়। সবচেয়ে ভালো উপায় হলো সবসময়ের মতো স্বাভাবিক থাকা, সুস্থ ও ফিট থাকতে খেলে যাওয়াই সেরা পথ।”

তবে মেসির আশা ঠিক সময়েই সুস্থ হয়ে উঠবেন দিবালা ও মারিয়া। তাদের সুস্থ হওয়ার জন্য যথেষ্ট সময় আছে বলে মনে করেন তিনি।

“আশা করি দুজনই সুস্থ হয়ে উঠবে। বিশ্বকাপের আগে সেরে উঠতে তাদের হাতে যথেষ্ট সময় আছে। আশা করি, আমরা সবাই সুস্থ শরীরে সেখানে যাবো” যোগ করেন মেসি।

দিবালা ও মারিয়া দু’জনেই ঊরুর চোটে ভুগছেন। দুজনেই ক্লাবের হয়ে খেলার সময় ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন। দিবালার চোট বেশি ভয়ঙ্কর ছিল। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ শুরুর অন্তত দুই সপ্তাহ আগেই তারা সুস্থ হয়ে উঠবেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে। ‘সি’ গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

খেলা বিভাগের আরো খবর

Link copied!