হাতে মাত্র কয়েক ঘন্টা। এরপরই শুরু হবে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বিশ্বকাপ আসরকে ঘিরে অস্ট্রেলিয়ায় হয়ে গেল ক্যাপ্টেনস ডে। ১৬ দলের ১৬ অধিনায়ককে নিয়ে আইসিসির প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠে ঝরে পড়ল আক্ষেপ।
রবিবার (১৬ অক্টোবর) শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ। যদিও গ্রুপ পর্ব খেলতে হবে না বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভের ম্যাচ খেলবে সাকিব বাহিনী। ২৪ অক্টোবর বাংলাদেশের প্রথম ম্যাচ। গ্রুপ পর্ব পার করা যে কোনো একটি দলেরে মুখোমুখি হবে টাইগাররা।
আইসিসির প্রেস কনফারেন্সে টুর্নামেন্ট উপলক্ষ্যে আয়োজিত অধিনায়কদের উপস্থিতিতে স্বাভাবিকভাবেই বাংলাদেশের অধিনায়কের দিকেও প্রশ্ন আসে। তবে সাকিবের স্মিত হাসির উত্তরে আক্ষেপই প্রকাশ করতে দেখা যায়।
বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রত্যাশা কী- সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে সাকিব জানান, দলটা নতুন এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই। অধিনায়ক জানান, তার নিজেরও অজিদের মাটিতে এই সংস্করণে খেলার অভিজ্ঞতা নেই।
উপস্থাপক আবার বলেন, সাকিবেরও অজিদের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাট খেলার অভিজ্ঞতা নেই তিনি বুঝতে পারেননি।
উত্তরে স্মিত হাসিতে সাকিব বলেন, “হ্যাঁ, এবং আমি ১৫ বছর ধরে ক্রিকেট খেলছি।"
হাসিতে যেন আক্ষেপই ঝরে পড়ল টাইগার কাপ্তানের কণ্ঠে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ, ওয়ানডে সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপ খেললেও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশের।





































