• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে শরিফুল-সৌম্য


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২২, ১১:০৮ পিএম
শেষ মুহূর্তে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে শরিফুল-সৌম্য

দিন কয়েক ধরেই গুঞ্জন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন ও সাব্বির রহমান। হয়েছেও তাই, বিশ্বকাপের একদম অন্তিম মুহূর্তে স্কোয়াডে তাদের বদলি হয়েছেন শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।

শুক্রবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে শরিফুল ইসলাম ও সৌম্য সরকারের দলে অন্তর্ভূক্তির বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। মূলত ফর্ম খারাপ থাকায় সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপের রিজার্ভ দলে ছিলেন সৌম্য ও শরিফুল। সেই সুবাদে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও দলের সাথে ছিলেন তারা। সেখানে পারফর্ম করে তবেই মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তারা। নিউজিল্যান্ডে একাদশে জায়গা পেলেও পারফর্ম করতে না পারায় সাব্বির ও সাইফউদ্দিনকে বাদ দেওয়া হয়েছে।

বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় অস্ট্রেলিয়ায় দলের সাথে যাওয়া হচ্ছে না সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনের। দ্রুতই তারা দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটকিপার/সহ অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ এবং এবাদত হোসেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!