নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন বাংলাদেশের বিশ্বকাপ দলে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও নিশ্চিত করলেন পরিবর্তন আসছে দলে।
এর আগে, ত্রিদেশীয় সিরিজ চলাকালীন টাইগারদের টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনস্যালট্যান্ট শ্রীধরন শ্রীরামও ইঙ্গিত দিয়েছিলেন দলের পরিবর্তনের। আর এবার নান্নু সময়ও বেধে দিয়েছেন পরিবর্তনের।
নান্নু বলেন, “আলোচনা হচ্ছে। আমরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাদের হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারব। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।”
আইসিসির নিয়ম অনুযায়ী সুপার টুয়েলভে সরাসরি অংশ নেওয়া দলগুলো এখনও যে কোনো কারণেই দলে পরিবর্তন আনতে পারবে। সেই সুযোগটাই নিচ্ছে বাংলাদেশ।
আর এতে কপাল পুড়তে পারে সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফউদ্দীনের। দলে ফেরার পর থেকে দুইজনের কেউই নামের সুবিচার করতে পারেননি। তাদের প্রতি চরম বিরক্ত টিম ম্যানেজমেন্ট। তাদের জায়গায় চূড়ান্ত দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও ওপেনার সৌম্য সরকার।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়েছিলেন সৌম্য। লম্বা সময় পর দলে ফিরে দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি।
প্রথম ম্যাচে ১৬ বলে ২৩ রান করলেও দ্বিতীয় ম্যাচে ফেরেন আগে ভাগে। কিন্তু প্রথম ম্যাচে তার ব্যাটিংয়ে দারুণ সন্তষ্ট টিম ম্যানেজমেন্ট। তাই রিজার্ভ দল থেকে বিশ্বকাপ দলেও ঢুকে যেতে পারেন তিনি।
অন্যদিকে শরিফুলও দারুণ বোলিং করেছেন ত্রিদেশীয় সিরিজে। আরেক বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের বাজে ফর্মের কারণে পেস বোলিংয়ে একাধিক বাঁহাতি পেসার রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই দলে ঢোকার সম্ভাবনা রয়েছে শরিফুলের।
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে আগামী ২৪ অক্টোবর। বাছাই পর্ব থেকে উঠে আসা দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।







































