• ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শেষ দশ ওভারে ১০০ করা ও ডিফেন্ড করা শিখতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৭:৩৫ পিএম
শেষ দশ ওভারে ১০০ করা ও ডিফেন্ড করা শিখতে হবে

টি-টোয়েন্টি ক্রিকেটে শেষের দশ ওভার সব সময়ই গুরুত্বপূর্ণ। ম্যাচ জেতার জন্য এই সময়ে যত সম্ভব বেশি রান করা এবং পরে সেটা ডিফেন্ড করতে হয়। বাংলাদেশের সঙ্গে অন্য দলগুলোর এই জায়গাতেই বড় পার্থক্য ধরা পড়ছে। তাই শেষে ১০ ওভারের ১০০ করা এবং সেটা ডিফেন্ড করা শেখার ব্যপারে তাগিদ দিলেন টেকনিক্যাল কনস্যালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ১০৪ রান। হাতে আট উইকেট নিয়েও ওই ম্যাচ টাইগাররা হেরেছিল ২১ রানের ব্যবধানে। শেষ ম্যাচে একই দলের বিপক্ষে শেষ ১০ ওভারে বাংলাদেশকে ডিফেন্ড করতে হতো ১০১ রান। এই দফাতেও হার দেখতে হয়েছে বাংলাদেশকে।

ফলে নির্দিষ্ট এই জায়গাতেই জেতার আশা জাগিয়েও হারতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচ শেষে এই জায়গা উন্নতি করার ব্যাপারে মনোযোগ দিতে হবে বলে মনে করেন শ্রীরাম।

শ্রীরাম বলেন, “পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে শেষ ১০ ওভারে ১০০ রান দরকার ছিল আমাদের, এই ম্যাচেও ১০ ওভারে ১০০ রান ডিফেন্ড করতে হতো। দুই ম্যাচেই অল্পের জন্য হয়নি। এই ছোট মার্জিনগুলোই আমাদের শিখতে হবে। দল যখন ধারাবাহিকভাবে জিতবে, দল জানবে শেষদিকে কীভাবে ওভারে ১০ করে রান করতে হয় বা ১০ রান ডিফেন্ড করতে হয়, যেটা ভালো দলগুলো করে থাকে। আমি মনে করি না, এটা কেবল নির্দিষ্ট একটি জায়গা বা নির্দিষ্ট একজনের বিষয় নয়। এটা পুরো দলের সমন্বিত ব্যাপার।”

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত প্রায় প্রতি ম্যাচেই পরীক্ষা-নীরিক্ষা চালিয়েছেন শ্রীরাম। ফল পক্ষে না আসলেও আসন্ন বিশ্বকাপের জন্য সঠিক কম্বিনেশন পেয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের সঙ্গে তার ভাবনার মিলও রয়েছে।

“যে সেরা দলটিকে খেলাতে চাই, সেটা নিয়ে আমরা পরিষ্কার আছি। অধিনায়ক, আমি এবং ডিরেক্টর, আমরা সবাই একই অবস্থানে আছি। কি কম্বিনেশন চাই, তা নিয়ে আমরা পরিষ্কার। আমাদের ভাবনায় দুই-তিনটি কম্বিনেশন আছে। কন্ডিশন, প্রতিপক্ষ বিবেচনায় আমরা সেভাবে দল সাজাবো এবং মানিয়ে নেব।” যোগ করেন শ্রীরাম।

খেলা বিভাগের আরো খবর

Link copied!