সিলেট থেকে: দীর্ঘদিন ধরেই বাংলাদেশে ছেলেদের ক্রিকেটের পাইপলাইন হয়ে আছে স্কুল ক্রিকেট। নারী ক্রিকেটের ভিত্তি শক্তিশালী করতে এবার নারী ক্রিকেটেও আসবে স্কুল ক্রিকেট। দুই বছরের পুরোনো পরিকল্পনা হলেও চলতি বছর শুরু হবে এই টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছেন বিসিবির নারী উইংয়ের প্রধান শফিউল ইসলাম চৌধুরি নাদেল।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ চলাকালীন সংবাদমাধ্যমের সাথে কথা বলেন নাদেল। সেই সময়ই স্কুল ক্রিকেট শুরুর সম্ভাব্য সময় জানান তিনি।
এছাড়াও নারী স্কুল ক্রিকেটের মাধ্যমে নারী দলের ভিত্তি শক্তিশালী হবেও বলে আশা প্রকাশ করেন বিসিবির এই পরিচালক। তিনি বলেন, “এই বছরই আমরা স্কুল ক্রিকেট শুরু করবো। মহামারির (করোনাভাইরাস) কারণে দুই বছর আগের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারি নাই। দুই বছর আগেই করার কথা ছিল। এই বছরের ডিসেম্বর বা আগামী জানুয়ারিতে আমরা চালু করে দিবো।”
করোনা মহামারির কারণে আয়োজন পিছিয়ে গেলেও এখন বসে নেই বিসিবি। ইতিমধ্যেই বিভাগীয় শহরগুলোর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সাথে আলোচনা শুরু করেছে। বিভাগীয় শহরগুলোর ৭-৮ টি করে স্কুল নিয়ে আপাতত শুরুর পরিকল্পনার কথাও জানান নাদেল।
তিনি বলেন, “আমরা বিভিন্ন ডিভিশনের সাধারণ সম্পাদকদের সাথে কথা বলেছি, পরিকল্পনা করেছিলাম। যদি প্রত্যেকটা বিভাগীয় শহরের ৬-৭ টা স্কুল নিয়ে শুরু করি, তাহলে অনেকগুলো খেলোয়াড়ের তৈরি করতে পারবো।”








































