বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে আয়োজিত চলতি ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্বাগতিক ওপেনার ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
আসরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচে ৩৬ ও ৪৯* এবং বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচে ৭০ ও ৬৪। সব মিলিয়ে ১০৯ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ২১৯ রান।
যদিও বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচের রান র্যাঙ্কিংয়ে বিবেচনা করা হয়নি। তবে প্রথম তিন ম্যাচের রান বিবেচনা করাতেই শীর্ষ পাঁচে উঠে এসেছেন কনওয়ে। বর্তমানে পাঁচ নম্বরে থাকা এই কিউই ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৬০।
ব্যাট হাতে লম্বা ইনিংস না খেললেও ত্রিদেশীয় সিরিজের প্রায় প্রত্যেক ম্যাচেই নিউজিল্যান্ডকে ঝড়ো শুরু এনে দিয়েছেন ওপেনার ফিন অ্যালেন। আর এতে করে র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ উন্নতি হয়েছে তার। ৭৮ নম্বর থেকে উঠে এসেছেন ৪৩ নম্বরে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। ৮৫৩ নিয়ে শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও ৮৩৮ নিয়ে দুই নম্বরে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। আর তিন নম্বর জায়গাটা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের।
বাংলাদেশ থেকে শীর্ষে ত্রিশে জায়গা হয়নি কোনো ব্যাটারের। সর্বোচ্চ ৫০৮ রেটিং নিয়ে ৪২ নম্বরে আফিফ হোসাইন। এক ধাপ নীচে নেমে ৪৮ নম্বরে নেমে গেছেন লিটন কুমার দাস।






































