যথাযথ নিয়ম মেনে হিজাব না পরায় ইরানের পুলিশের কাছে আটক হন মাহশা আমিনি নামে এক নারী। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে ইরানজুড়ে তৈরি হয় হিজাব বিরোধী আন্দোলন। এই আন্দোলনে নৈতিক সমর্থন দিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার ও আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আলি দাই। এই কারণে তার পাসপোর্ট জব্দ করেছে দেশটির সরকার।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, তেহরানভিত্তিক পত্রিকা হামিহান বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, “মাহশা আমিনির মৃত্যুতে দেওয়া ইনস্টাগ্রাম পোস্টের কারণে আলি দাইয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।” ইনস্টাগ্রাম পোস্টে আলি দাই লিখেন, “ইরানের জনগণের উপর দমন, নির্যাতন ও গ্রেপ্তার চালানো বাদ দিয়ে সমস্যার সমাধান করুন।”
পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার আগে অবশ্য দেশছাড়ার চেষ্টা করেছিলেন আলি দাই। সেই সময় দেশ ছাড়তে পারেননি এই ফুটবলার। একদিন আগে বিষয়টি নিয়ে একটি টুইট বার্তা দিয়েছিল তার সাবেক ক্লাব হার্থা বার্লিন। তারা জানিয়েছিল, দেশ ছাড়তে বাধাপ্রাপ্ত হচ্ছেন আলি দাই।
আন্তর্জাতিক ফুটবলের উজ্জ্বল এই তারা ইরানের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন ১৯৯৩ সালে। ২০০৬ জার্মানি বিশ্বকাপে শেষ হয় তার ক্যারিয়ার। এই সময় ইরানের জার্সিতে ১৪৯ ম্যাচে করেছিলেন ১০৯ গোল। আন্তর্জাতিক ফুটবলে শত গোল করা প্রথম ফুটবলার আলি দাই। তার সর্বোচ্চ গোলের এই রেকর্ড ২০২১ সালে ভেঙেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ইরানকে প্রতিনিধিত্ব করা আলি দাই ক্লাব ফুটবল খুব একটা উজ্জ্বল ছিলেন না। এশিয়ান অনেক ক্লাবের পাশাপাশি জার্মান ক্লাব আর্মিনিয়া বেইলেফেল্ড, বায়ার্ন মিউনিখ ও হার্থা বার্লিনের হয়ে খেলেছিলেন। ক্লাবগুলোর হয়ে কখনই নিজেকে প্রমাণ করতে পারেননি।
আলি দাই ছাড়াও ইরান সরকারের রোষানলে পড়েছেন সাবেক বায়ার্ন তারকা আলি করিমি। আর গ্রেপ্তার হয়েছেন সাবেক ফুটবলার হোসেইন মাহিনি।





































