টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশি কোনো ম্যাচ অফিসিয়াল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২, ০৩:১১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশি কোনো ম্যাচ অফিসিয়াল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে। টুর্নামেন্টের প্রথম রাউন্ড এবং সুপার টুয়েলভ পর্বের জন্য ২০ ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম।

মোট ১৬ জন আম্পায়ার পুরো টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। এছাড়া, গত আসরের ফাইনালের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা রিচার্ড কেটলবরো, নীতিন মেনন, কুমার ধর্মসেনা এবং মারাইস ইরাসমাসও দায়িত্বে থাকবেন।

সর্বশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ারেন্টাইন ভঙ্গ করে মাঝপথেই ম্যাচ পরিচালনা থেকে ছিটকে গিয়েছিলেন মাইকেল গফ। বিশ্বকাপের পর বাংলাদেশ-পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার দায়িত্বে ফিরেছিলেন। এবার বিশ্বকাপেও দায়িত্ব পালন করবেন তিনি।

ম্যাচ রেফারি: অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন ও রঞ্জন মাদুগালে।

আম্পায়ার: অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, আহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমারা ধর্মসেনা, ল্যাংটন রুসেরে, মারাইস ইরাসমাস, মাইকেল গফ, নীতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো ও রডনি টাকার।
 

Link copied!