• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭
এশিয়া কাপ

৩ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২, ০৯:২৮ এএম
৩ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে নিগার সুলতানার দল।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭.২ ওভারে ৩ উইকেটে ১৯ রান। ব্যাট করছেন নিগার সুলতানা (৭*) ও লতা মণ্ডল (৯*)।

এদিন ইনিংসের প্রথম ওভারে ষষ্ঠ বলে ডায়না বেগের শিকার হয়ে দলীয় ১ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার শামিমা সুলতানা (১)। অন্য ওপেনার ফারজানা হকও (১) পরের ওভারের ষষ্ঠ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তিনি শিকার হন সাদিয়া ইকবালের।

চারে নামা রুমানা আহমেদ (১) ডায়না বেগের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন। বাংলাদেশের রান তখন ৩। 

পাকিস্তানের বিপক্ষে এর আগের শেষ পাঁচ দেখায় একবারও জয় নিয়ে ফিরতে পারেনি বাঘিনীরা। অবশ্য এশিয়া কাপের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল সালমারা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!