• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

রাজস্ব বাড়লেও ক্ষতির মুখে ইউনাইটেড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২২, ০১:০৬ পিএম
রাজস্ব বাড়লেও ক্ষতির মুখে ইউনাইটেড

ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েও খুব একটা ভালো সময় কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। ৬ষ্ঠ স্থানে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ শেষ করে সুযোগ হারিয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের। মাঠের পারফর্মেন্স খারাপ হওয়ার পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতির মুখোমুখি হয়েছে ক্লাবটি।

সম্প্রতি নিজেদের আর্থিক হিসাব প্রকাশ করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। সেখানেই জানা গেছে, ম্যানচেস্টার ইউনাইটেডের রাজস্ব আয় বাড়লেও, ক্ষতির মুখোমুখি হয়েছে।

সর্বশেষ ২০২১-২২ মৌসুমে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের  আয় বেড়েছে ১৮ শতাংশ। ফলে এই মৌসুমে তাদের মোট আয় ছিল ৫৮৩.২ মিলিয়ন ইউরো। যা কিনা সর্বশেষ মৌসুমের চেয়ে ২৩.৩ মিলিয়ন ইউরো বেশি। ১৮ শতাংশ আয় বাড়ার পরও তাদের ক্ষতির পরিমাণ ছিল ১১৫.৫ মিলিয়ন ইউরো।

ক্ষতির পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের ধারের পরিমাণও বেড়েছে। ২০২১ সালে তাদের ধারের পরিমাণ ছিল ৪১৯.৫ মিলিয়ন ইউরো। বর্তমানে তা ২২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১৪.৯ মিলিয়ন ইউরোতে।

মাঠের বাইরে আর্থিকভাবে ক্ষতির মুখোমুখি হলেও ফুটবল থেকে সরছে না ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড আরনল্ড বলেন, “ক্লাবের মূল লক্ষ্য ফুটবল ম্যাচ জেতা আর সমর্থকদের আনন্দ দেওয়া।”

আয় বাড়ার সাথে সাথে ম্যানচেস্টারের ইউনাইটেডের ব্যয়ের পরিমাণও বেড়েছে বড় অঙ্কের। ক্রিস্টিয়ানো রোনালদো, জর্ডান সানচো ও রাফায়েল ভারানেকে দলে ভেড়ানোয় বেতন বাবদ তাদের ক্লাবটির ব্যয় বেড়েছে ১৯.১ শতাংশ। ২০২১-২২ মৌসুমে ফুটবলারদের বেতন বাবদ ক্লাবটি খরচ করেছে ৩৮৪.২ মিলিয়ন ইউরো। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের বেতন বাবদ সবচেয়ে বেশি খরচের রেকর্ড তাদের। চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির খরচ ৩৫৫ মিলিয়ন ইউরো।

জরিমানা দিয়েও বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ মৌসুমে কোচ ওলে গানার সোলশারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ক্লাবটি। এছাড়াও নির্ধারিত মেয়াদের আগেই সরে দাঁড়ান রালফ র‍্যাঙ্কনিকও। তাদের পুরো টিমকে ছাটাই করে ইউনাইটেডের খরচের পরিমাণ ছিল ২৪.৭ মিলিয়ন ইউরো।

খেলা বিভাগের আরো খবর

Link copied!