• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারী দলকে চ্যাম্পিয়ন করতে কাজ করছিলেন সালাউদ্দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০৬:৫৬ পিএম
নারী দলকে চ্যাম্পিয়ন করতে কাজ করছিলেন সালাউদ্দিন

ফাইনালে নেপালকে হারিয়ে দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টসেরা হওয়ার পরের দিন আনুষ্ঠানিকভাবে দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি আরো জানান, দলকে চ্যাম্পিয়ন করতেই কাজ করেছেন তিনি।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) কাজী সালাউদ্দিন বলেন, “আপনারা, আমরা, আমাদের দর্শক, খেলোয়াড়, সরকারের সমর্থন-সহায়তা সব মিলিয়েই তারা চ্যাম্পিয়ন হয়েছে। জাতি হিসেবেই আমরা এটা উদযাপন করবো। আপনারা দেখেছেন, ওরা দাপট দেখিয়ে জিতেছে। এটা কোন ফ্লুক নয়।”

তিনি জানান, এই দলকে চ্যাম্পিয়ন করার জন্যই কাজ করেছিলেন তিনি। বয়সভিত্তিক দলে থাকাকালীন দলের প্রতিভা বুঝতে পেরেছিলেন বলেও জানান।

বলেন, “এই টিমকে চ্যাম্পিয়ন করার জন্য কাজ করছিলাম। তাদের দেখে বুঝেছিলাম, প্রতিভা আছে। বয়স ভিত্তিক পর্যায়ে থেকে জাতীয় দলের জন্য তাদের প্রস্তুত করা হচ্ছিল। আমরা তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করেছি। তারা ২২-২৪ বছর বয়স  (অভিজ্ঞ) হলে চ্যাম্পিয়ন হবে এমন ধারণা ছিল। ওরা অনেক ভালো খেলোয়াড়। দুই বছর আগেই চ্যাম্পিয়ন হয়েছে।”

তবে নারী ফুটবলারদের উন্নতিতে কৃতিত্ব মাহমুজা আক্তার কিরণকে দিয়েছেন বাফুফে সভাপতি। নারী দলের দায়িত্ব থাকা কিরণই দলকে এগিয়ে নিয়েছেন বলে জানান তিনি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!