এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার প্রাইজমানি কত?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ১০:০১ এএম
এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার প্রাইজমানি কত?

দুবাইয়ের মাটিতে টস যার, ম্যাচ তার- এমনটাই ছিল ভবিষ্যতবানী। তবে টস ভাগ্য নিজের অনুকূলে নিয়েও এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে পরাস্ত করতে পারেনি পাকিস্তান। ২৩ রানের বড় জয় নিয়ে ষষ্ঠবারের মতো শিরোপা দখলে নিয়েছে লঙ্কানরা।

ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভানুকা রাজাপাকসের ৪৫ বলে ৭১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তিনি ৪৯ বলে ৫৫ রান করেন।

শিরোপা জয় করে শ্রীলঙ্কা প্রাইজমানি হিসেবে পেয়েছে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৫৪০ টাকা। ফাইনালিস্ট পাকিস্তান পেয়েছে ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৭০ লাখ ৭১ হাজার ৭৭০ টাকার মতো।

ফাইনাল ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ভানুকা রাজাপাকশে। তিনি পেয়েছেন ৫ হাজার ডলার। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পুরস্কার ১৫ হাজার ডলার।

Link copied!