• ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ক্যাচ ছেড়ে শাদাব নিলেন হারের দায়ভার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২, ০২:০১ এএম
ক্যাচ ছেড়ে শাদাব নিলেন হারের দায়ভার

ক্রিকেট মাঠে বহুল প্রচলিত একটি কথা হলো, “ক্যাচ মিস তো ম্যাচ মিস”। এশিয়া কাপের ফাইনাল দেখলো এই উক্তির যথার্থতা। ভানুকা রাজাপাকসের ক্যাচ দুইবার ফেলে ম্যাচটাই হাতছাড়া করেছে পাকিস্তানিরা। শেষ পর্যন্ত ওই ক্যাচ ছাড়ার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান।

রোববার (১১ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে লঙ্কান। দলকে বিপদ থেকে টেনে তোলেন ভানুকা রাজাপাকসে।

অবশ্য রাজাপাকসে সেই সুযোগটা পেতেন না যদি দুইবার জীবন পেতেন। দুইবারই জীবন পেয়েছেন ক্যাচ মিসের জন্য। দুর্ভাগ্যবশত দুইবারই ক্যাচ মিস করেছেন পাকিস্তানের সহ-অধিনায়ক শাদাব খান।

ম্যাচ শেষে তাই ক্যাচ ছাড়ার জন্য অনুতপ্ত শাদাব খান। ম্যাচ শেষে তাই নিজের টুইটার হ্যান্ডেলে সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন। এমনকি নিজের কাঁধেই নিয়েছে হারের দায়ভার।

শাদাব খান বলেন, “ক্যাচ ম্যাচ জেতায়। ক্ষমা চাইছি, আমি এই হারের দায় মাথা পেতে নিলাম। আমি আমার দলকে বিপদে ফেলেছি।”

তিনি আরো যোগ করেন, “তারপরও নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজসহ পুরো দলের বোলিং আক্রমণ দারুণ ছিল। দলের জন্য এটা ইতিবাচক। মোহাম্মদ রিজওয়ানও লড়াই করেছেন। পুরো দল তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। শ্রীলঙ্কাকে অভিনন্দন।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!